রবিবার, ০৬ এপ্রিল ২০২৫, ০৬:১২ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক:
সাবেক স্ত্রীর করা পরপর আটটি মামলায় জর্জরিত হয়ে পড়েছেন এক শিক্ষক। তার বিরুদ্ধে করা এসব মামলা মিথ্যা দাবি করেছেন। এছাড়াও উদ্দেশ্যেপ্রণোদিতভাবে ষড়যন্ত্রমূলকভাবে হয়রানি করা হচ্ছে।
বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে মামলা দেওয়ার প্রতিবাদে নগরীর গৌরহাঙ্গা এলাকায় এক সংবাদ সম্মেলন করেন মজনু আহমেদ সাগর। তার সাবেক স্ত্রী মাহবুবা খাতুন নীলা এই মামলাগুলো করেছেন।
শুধু স্ত্রী নয় তার সাবেক শ্বশুর বজলুর রহমান এই মামলায় জড়িত বলে জানিয়েছেন তিনি। সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করে তাকে ও তার পরিবারকে হয়রানি করে আসছেন। এবং র্যাবের সোর্সের মাধ্যম দিয়ে মাদক ও অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ করেন তিনি। এছাড়াও নারী নির্যাতন, যৌতুক, টাকা আত্মসাৎ, চেক ডিজওনারের পৃথক আটটি মামলা করেছেন তারা।
তিনি বলেন, এই মিথ্যা মামলাগুলোর কারণে তিনি ও তার পরিবার চরম অসহায় হয়ে পড়েছেন এতে তাদের সামাজিক ও ব্যক্তিগত জীবনে মারাত্মক প্রভাব পড়ছে। এছাড়াও ব্যবসায়ীকভাবে ক্ষতিগ্রস্থও হচ্ছেন বলে তিনি উল্লেখ করেন। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী এই হয়রানির সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
মাহবুবা খাতুন নীলার মামলায় ভুক্তভোগী রাজীব আলী রাতুল বলেন, তিনি যে ৪০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ তুলেছেন মিথ্যা। আমিই উল্টো ওর কাছে টাকা পাবো। ব্যবসায়ীর অংশীদার হিসেবেও তিনি মিথ্যা কথা বলেছেন। কিন্তু তার এত আয়ের উৎস কোথায় তা জানা সকলের দরকার।
এবিষয়ে কথা বলার জন্য সাবেক স্ত্রী মাহবুবা খাতুন নীলার সঙ্গে যোগাযোগ করলে তার ব্যবহৃত নম্বরটি বন্ধ পাওয়া যায়। তাই তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।#
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।