মঞ্জুর রহমান মুন্না বাগমারা(রাজশাহী) প্রতিনিধি:
জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার শওকত আলী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে তাঁর মৃত্যু হয়।
২০০৯ সালে আওয়ামী লীগ রাষ্ট্রক্ষমতায় এলে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার হন তিনি।
শওকত আলী হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন। তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজশাহী-৪(বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, বাগমারা উপজেলা আ’লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক।
এক সূত্রে জানা গেছে, শওকত আলী কিডনির জটিলতা, ডায়াবেটিস ও নিউমোনিয়ায় ভুগছিলেন। তাঁর উচ্চ রক্তচাপ ও হৃদরোগও ছিল। এ কারণে তিনি সিএমএইচে চিকিৎসা নিচ্ছিলেন
আজ সোমবার বাদ মাগরিব তাঁর জানাজা বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত হবে। এ ছাড়া বেলা ৩টায় শ্রদ্ধা নিবেদনের জন্য তাঁর মরদেহ জাতীয় শহীদ মিনারে রাখা হবে। কাল মঙ্গলবার সকাল ১০টায় সশস্ত্র বাহিনীর হেলিকপ্টারে তাঁর মরদেহ শরীয়তপুর জেলার নড়িয়ায় নেওয়া হবে। সেখানে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ নড়িয়া শহীদ মিনারে রাখা হবে। বাদ জোহর নড়িয়া বি এল উচ্চ বিদ্যালয়ে জানাজা শেষে নিজ বাড়িতে শরীয়তপুরের নড়িয়ায় অবস্থিত স্বাধীনতা ভবনে চিরনিদ্রায় শায়িত হবেন এই বীর মুক্তিযোদ্ধা।
সাবেক ডেপুটি স্পিকার বীর মুক্তিযোদ্ধা শওকত আলী'র মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমাবেদনা জ্ঞাপন করেন ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি।
নিউজ রুমঃ News.dainikparibarton@gmail.com অথবা News@dainikparibarton.com
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com