প্রিন্ট এর তারিখঃ মে ১১, ২০২৫, ১২:২৪ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৬, ২০২৩, ৬:৫৫ পি.এম
সাতক্ষীরা সদর উপজেলা বৈকারী সীমান্ত বিজিবির অভিযানে ৩১টি স্বর্ণের বারসহ দুইজনকে আটক করা হয়েছে।

নিজস্ব প্রতিনিধি:
আজ বুধবার (৬ সেপ্টেম্বর ২০২৩) আনুমানিক সকাল ৭টার দিকে সাতক্ষীরার বৈকারী সীমান্তের সরদারপাড়া এলাকা থেকে উক্ত স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া স্বর্ণের দাম ৬ কোটি ৩০ লাখ ৮৬ হাজার ৪৭৮ টাকা।
এসময় আটককৃত ব্যক্তিরা হলো সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী গ্রামের বাবর আলীর ছেলে মোঃ তুহিন (২০) এবং একই গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে মোঃ সজিব হোসেন (২২)।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোঃ আশরাফুল হক জানান, বিজিবি’র সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে, সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী বিওপি এর এলাকাধীন সীমান্ত পিলার ৭/৪৮-এস হতে আনুমানিক ১ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে বৈকারী সরদারপাড়া এলাকার সীমান্ত দিয়ে চোরাকারবালীরা বাংলাদেশ হতে ভারতে স্বর্ণ পাচার করবে। এমন তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আশরাফুল হক এর সার্বিক দিক নির্দেশনায় বৈকারী বিওপি‘র নায়েক মোঃ শহিদুল ইসলাম এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল ওই এলাকায় কৌশলে অবস্থান গ্রহণ করে। সকাল ৭টার দিকে আভিযানিক দলটি উক্ত এলাকা দিয়ে মোটর সাইকেলযোগে পাচারের সময়ে মোঃ তুহিন এবং মোঃ সজিব হোসেনকে আটক করে। তাদের মোটরসাইকেল তল্লাশী করে ৩১টি স্বর্ণেরবার উদ্ধার করে। স্বর্ণেরবারগুলো কৌশলে মোটরসাইকেলের ব্যাক চেচিস পাইপের ভিতরে বহন করছিল। মোটরসাইকেলসহ উদ্ধার হওয়া স্বর্ণ জব্দ করা হয়েছে।
আটককৃত স্বর্ণের ওজন ৭ কেজি ৩৫৮ গ্রাম ৭০০ মিলি গ্রাম। যার মূল্য ৬কোটি ৩০ লক্ষ ৮৬ হাজার ৪শ ৭৮ হাজার টাকা। আটক আসামীদেরকে সাতক্ষীরা থানায় সোপর্দ করে স্বর্ণেরবারগুলো সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।-----------
নিউজ রুমঃ News.dainikparibarton@gmail.com অথবা News@dainikparibarton.com
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com