পরিবর্তন ডেস্কঃ
সাতক্ষীরা জেলার সদর উপজেলায় ব্রহ্মরাজপুর ইউনিয়নের ০৭নং ওয়ার্ড ইউপি সদস্য পদের উপনির্বাচনে নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল হাকিম কে ২৬১ ভোটের ব্যবধানে হারিয়ে বিজয়ী হয়েছে নিরঞ্জন ঘোষ ছট্রু। মঙ্গলবার সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত এ ভোটগ্রহণ চলে।
এই কেন্দ্রে মোট ২ হাজার ২৬৬ জন ভোটারের মধ্যে ১ হাজার ৬৮২ জন ভোটার ভোট প্রদান করে। এই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মুরশিদুল আলম জানান তালা প্রতিক নিয়ে মোঃ অজিয়ার রহমান পান ২২২ ভোট, ফ্যান প্রতিক নিয়ে নিরঞ্জন ঘোষ ছট্রু পান ৫৯৭ ভোট, ফুটবল প্রতিক নিয়ে আব্দুল হাকিম পান ৩৩৬ ভোট, টিউবওয়েল প্রতিক নিয়ে মোঃ জিয়াউর রহমান পান ২৭৯ ভোট, মোরগ প্রতিক নিয়ে মোঃ হাসানুজ্জামান পান ১৯৯ ভোট ও আপেল প্রতিক নিয়ে মিলন সরকার পান ৩৪ ভোট এবং ১৫টি ভোট বাতিল ঘোষনা করা হয়।
এই ভোটকেন্দ্রে সার্বক্ষণীক ভাবে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ নির্বাচনে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে উপজেলা প্রশাসন। উল্লেখ্য, গত ৮ মাস আগে মেম্বার রেজাউল করিম মঙ্গল মারা গেলে মেম্বার পদটি শূন্য হয়ে পড়ে।
নিউজ রুমঃ News.dainikparibarton@gmail.com অথবা News@dainikparibarton.com
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2025 dainikparibarton.com