জাহিদুল বাসার (জাহিদ):
সাতক্ষীরা শহর স্বাস্থ্যসেবা পেশাজীবি ফোরাম'র কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) বিকালে শহর স্বাস্থ্যসেবা পেশাজীবি ফোরাম'র কার্যালয়ে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। শহর স্বাস্থ্যসেবা পেশাজীবি ফোরাম'র সভাপতি মো. সাইফুল ইসলাম'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে স্বাস্থ্যসেবার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন বিষয়ে বক্তব্য রাখেন উপদেষ্টা অধ্যাপক ওবায়দুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে বাইয়াতের গুরুত্ব বিষয় আলোচনা করেন উপদেষ্টা মো. খোরশেদ আলম,শহর স্বাস্থ্যসেবা পেশাজীবি ফোরাম'র সেক্রেটারী মো.মোস্তাফিজুর রহমান, সহকারী সেক্রেটারী মুহাম্মদ মাহবুবুর রহমান প্রমুখ। এসময় অতিথিরা বলেন, আল্লাহর সন্তুষ্টি অর্জনের সহজ উপায় স্বাস্থ্যসেবা প্রদান করা। স্বাস্থ্যসেবা প্রদান কর্মী তার চলাফেরা,ব্যবহার, কথা ও কাজের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অজর্ন করতে পারে। স্বাস্থ্যসেবা প্রদান কর্মীর সবসময় তাদের কর্মস্থালে নিজ উদ্যোগে রোগীদের পাশে ছুটে যাবেন।দেখবেন রোগীরা আপনার ব্যবহারে মনথেকে দোয়া করবে।
নিউজ রুমঃ News.dainikparibarton@gmail.com অথবা News@dainikparibarton.com
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com