স্টাফ রিপোর্টার সাতক্ষীরা;
সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের ফয়জুল্যাপুর গ্রামের প্রায় ৫বিঘা জমির একমাত্র সরকারি খেলার মাঠটি দীর্ঘ ৩০বছর ধরে দখল করে রেখেছে ভূমিদস্যু নাসিরুদ্দিন লিটন। গ্রামের একমাত্র সরকারি খেলার মাঠটি দখল মুক্ত করার জন্য গ্রামবাসীরা সাতক্ষীরার জেলা প্রশাসক মোস্তাক আহমেদের হস্তক্ষেপ করার জোর দাবি জানিয়েছেন।
সরেজমিনে গ্রামবাসীদের সাথে কথা বলে জানা গেছে, ফয়জুল্যাপুর গ্রামের মৃত এস এম আশরাফউদ্দিনের পুত্র এস এম নাসিরউদ্দিন লিটন সম্পুর্ন বেআইনি ভাবে কথিত ভূমিহীন সেজে গ্রামের একমাত্র সরকারি খেলার মাঠটি (কাছারি মাঠ) জোরপূর্বক জবরদখল করে আমবাগান করে ভোগদখল করছে। বর্তমানে গ্রামে আর কোন খেলার মাঠ না থাকায় তারা খেলাধুলা থেকে বঞ্চিত হয়ে এলাকার উঠতি বয়সী ছেলেমেয়েরা মোবাইল আসক্তি ও অনলাইন জুয়ায় জড়িয়ে পড়ছে। সাতক্ষীরার জেলা প্রশাসক জেলার সরকারি সব খাসজমি ভূমিদস্যুদের কবল থেকে উদ্ধারে অভিযান পরিচালানা করায় সচেতন এলাকাবাসী আশার আলো দেখতে শুরু করেছে। গ্রামের একমাত্র সরকারি খেলার মাঠটি ভূমিহীন সেজে দখলকারী ভূমিদস্যু এস এম নাসিরউদ্দিন সম্পুর্ন বেআইনি ভাবে জবরদখল করে রেখেছে। জনস্বার্থে গ্রামের একমাত্র সরকারি খেলার মাঠটি দখল মুক্ত করে অনতিবিলম্বে গ্রামবাসীদের জন্য উন্মুক্ত করার জন্য সচেতন এলাকাবাসী সাতক্ষীরার জেলা প্রশাসকের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
নিউজ রুমঃ News.dainikparibarton@gmail.com অথবা News@dainikparibarton.com
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com