সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৪:৪১ পূর্বাহ্ন
পরিবর্তন ডেস্কঃ
বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন(BONPA)-বনপা’র ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী সাতক্ষীরা জেলার পক্ষ হতে জনপ্রিয় অনলাইন গনমাধ্যম দৈনিক পরিবর্তন পত্রিকার উদ্যগে পালন করা হয়েছে।
অনলাইন গণমাধ্যম নীতিমালা-২০১২ নামে তথ্য মন্ত্রণালয়ের চাপিয়ে দেয়া নীতিমালার বিরুদ্ধে দেশের অনলাইন নিউজ পোর্টালের প্রকাশক ও সম্পাদকদের নিয়ে ২০১২ সালের ১৫ অক্টোবর বনপা গঠন করা হয়। ধীরে ধীরে বনপা পরিনত হয়েছে –
অনলাইন নিউজ পোর্টাল মালিকদের দ্বিতীয় আবাসভূমি!
শুক্রবার (২৩ অক্টেবর) সন্ধ্যায় দৈনিক পরিবর্তন পত্রিকার কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথীদের সাথে নিয়ে কেক কাটেন দৈনিক পরিবর্তনের সম্পাদক, বর্তমান বাংলাদেশ এবং জাতীয় সাপ্তাহিক অভিযোগ পত্রিকার খুলনা বিভাগীয় প্রধান এম আওসাফুর রাহমান আকাশ।
দৈনিক পরিবর্তনের বার্তা সম্পাদক মোঃআদম আলীর সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে দৈনিক পরিবর্তনের সম্পাদক এম আকাশ বলেন, অনলাইন নিউজ পোর্টালগুলো নিরলস পরিশ্রম করে যাচ্ছে সঠিক সংবাদ সবার আগে তুলে ধরার জন্য। একটা অনলাইন মাধ্যম একটা ঘটনা যত দ্রুত তুলে ধরতে পারে প্রিন্ট মিডিয়া সেটা পারে না, তবে সমাজের অসঙ্গতি তুলে ধরতে প্রিন্ট মিডিয়ার গুরুত্ব অপরিসীম। যেকোনো বার্তা প্রিন্ট মিডিয়ার মাধ্যমে জানতে গেলে আমাদের পরবর্তী সকালের জন্য অপেক্ষা করতে হয় কিন্তু অনলাইন মাধ্যমের বদৌলতে এখন আমরা সাথে সাথেই জানতে পারি। অবশ্য যুগের সাথে তাল মিলিয়ে অধিকাংশ মিডিয়ায় তাদের অনলাইন সংস্করণ চালু করেছে। ডিজিটাল বাংলাদেশকে এগিয়ে নিতে হলে প্রিন্ট, ইলেক্ট্রনিক, অনলাইন মিডিয়ার বিকল্প নেই। এখন সময় এসেছে সমাজকে পরিবর্তন করার, অন্যায় কে প্রতিহত করার।
তবে আমরা আশা হারিয়ে ফেলি যখন দেখি আমার ভাই রক্তাক্ত হয়ে পড়ে আছে, তার হাতের ক্যামেরাটিও ছিনিয়ে নেওয়া হয়েছে! আসুন প্রিন্ট, ইলেক্ট্রনিক,অনলাইন মিডিয়া এক সাথেই জয়ের বার্তা প্রচার করি, আমরা অনলাইন মাধ্যম বাংলাদেশের লোকচক্ষুর অন্তরালে ঘটে যাওয়া অনেক-অনেক গুরুত্বপূর্ণ তথ্য/প্রতিবেদন পেশ করে আপনাদের সাহায্য করবো। তবে আজকাল অনেক পোর্টাল দেখা যায়, যাদের অফিস ঠিকানাটাও সঠিক নয়। এজন্য ভূইফোড় পোর্টালের বিরুদ্ধে পেশাজীবিদের সোচ্ছার থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকারের উচিত হবে যাচাই বাচাই করে প্রকৃত পেশাদার সাংবাদিকদেরকে অনলাইন পোর্টালের নিবন্ধন দেয়া, না হলে থেমে যাবে অনেক প্রতিভাবান কলম যোদ্ধার কলমের গতি।
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন দৈনিক পরিবর্তন পত্রিকার বার্তা সম্পাদক ও ক্রাইম ফোকাসের সাতক্ষীরা জেলা প্রতিনিধি, জাতীয় সাপ্তাহিক অভিযোগ পত্রিকার বিশেষ প্রতিনিধি, আদম আলী, দৈনিক পরিবর্তনের আন্তর্জাতিক সম্পাদক ও অভিযোগ পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি জাহিদুল বাশার, বর্তমান বাংলাদেশ পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি, এটিএম নিউজের সাতক্ষীরা জেলা প্রতিনিধি, সিটিজি ক্রাইম এর সাতক্ষীরা বিশেষ প্রতিনিধি প্রমুখ।
পরবর্তীতে দৈনিক পরিবর্তনের আন্তর্জাতিক সম্পাদক জাহিদুল বাশারের সভাপতিত্বে আরো কিছু আলোচক তাদের মতামত তুলে ধরেন। রাত ৯ঃ৩০ মিনিটে BONPA ‘র প্রতি কৃতজ্ঞতা প্রকাশের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি ঘোষনা করা হয়।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।