শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৮:১২ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধিঃ
সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার কুশুলিয়া স্কুল অ্যান্ড কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ও বিষ্ণুপুর ইউনিয়নের মুকুন্দমধুসুদনপুর গ্রামের হেকমত আলী সরদারের ছেলে আবু ইসহাক সরদার (৫২) আর নেই। রবিবার (১৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আকষ্মিকভাবে নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হন তিনি। দ্রুত চিকিৎসকের কাছে নেয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয় (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যকালে তিনি পিতা, স্ত্রী, এক ছেলে, ১ মেয়ে, আত্মীয় স্বজনসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। আজ সোমবার বাদ জোহর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
প্রসঙ্গত, আবু ইছহাক সরদার দক্ষিণ শ্রীপুর কুশুলিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে কলেজ শাখা খোলার পর থেকে বাংলা বিভাগের শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি কিছুদিন ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবেও দায়িত্ব পালন করেন। সহকারী অধ্যাপক আবু ইছহাক সরদারের মৃত্যুর খবর জানার পর প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মচারি ও অনেক শিক্ষার্থী তার বাসভবনে যেয়ে গভীর শোক জ্ঞাপন করেন এবং মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি আন্তিিরক সমবেদনা জানান।
এদিকে সহকারী অধ্যাপক আবু ইছহাক সরদারের মৃত্যুতে বাংলাদেশ শিক্ষক সমিতি (বাকশিস) কালিগঞ্জ উপজেলা শাখা এবং কালিগঞ্জ উপজেলা কলেজ শিক্ষক-কর্মচারি কল্যাণ সমিতির পক্ষ থেকে গভীর শোক জ্ঞাপন করা হয়েছে। এক বিবৃতিতে তারা মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান। অত্যন্ত সদালাপী ও সুমিষ্টভাষী হিসেবে সর্বমহলে পরিচিত আবু ইসহাক সরদারের মৃত্যুতে এলাকাবাসীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
মহান আল্লাহ আবু ইসহাক স্যারকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। আমিন।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।