নিজস্ব প্রতিনিধিঃ
আজ শুক্রবার ৩১/০৭/২০২০ ইং তারিখ সকাল ১০ টা হতে ১০:৩০ পর্যন্ত পুলিশ সুপার সাতক্ষীরা জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) স্যারের নির্দেশে প্রকৃত মালিকদের হাতে তুলে দেন অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, মির্জা সালাহউদ্দিন। উদ্ধারকৃত এই সমস্ত মোবাইল গুলির মধ্যে ২০১৮ সালে ৫ টি এবং অবশিষ্ট ১১ টি মোবাইল ২০১৯ হতে ২০২০ সালের বিভিন্ন সময়ে সাতক্ষীরা জেলার বিভিন্ন জায়গায় হারিয়ে যায়/চুরি হয়। মোবাইল গুলি সাতক্ষীরা, যশোর, খুলনা ও নড়াইল জেলা থেকে উদ্ধার করা হয়। করোনা সংক্রমণজনিত পরিবর্তিত পরিস্থিতির কারণে মোবাইল উদ্ধার কাজ কিছুটা বিঘ্নিত হচ্ছে। তবে, হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধারের জন্য প্রয়োজনীয় সকল তথ্য সংরক্ষণ করা হচ্ছে।
যাদের মোবাইল হারিয়ে গেছে অথচ এখনো জিডি করেননি তারা মোবাইলের সকল তথ্য, ঘটনার সময় ও তারিখ উল্লেখ পূর্বক সংশ্লিষ্ট থানায় জিডি করতে পারেন। সকলের সুবিধার্থে, মোবাইল হারিয়ে যাওয়া সংক্রান্তে নমুনা জিডি'র একটি কপি গত ১৯/০৬/২০২০ ইং তারিখ দুপুর ০১:২৫ ঘটিকায় Addl SP Satkhira Circle এর অফিশিয়াল ফেইসবুক এ আপলোড করা হয়েছিল। আগ্রহীরা উক্ত নমুনা জিডি অবলম্বনে সহজেই হারিয়ে যাওয়া মোবাইল এর ব্যাপারে জিডি করতে পারবেন।
নিউজ রুমঃ [email protected] অথবা [email protected]
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com