সাতক্ষীরা সংবাদদাতাঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে প্রচার ও মিডিয়া বিভাগের দায়িত্বশীরদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রচার ও মিডিয়া বিভাগের সভাপতি মাওলানা আজিজুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতের জেলা আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল।
বুধবার (২৪ ডিসেম্বর) সকাল ১১টায় মুন্সিপাড়া আলআমিন ট্রাস্টের কনফারেন্সরুমে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী অধ্যাপক ওমর ফারুক ও মাওলানা ওসমান গণি, কর্মপরিষদ সদস্য এড. আব্দুস সুবহান মুকুল, আসন পরিচালকসহ বিভিগীয় দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল বলেন,“জুলাই অভ্যুত্থানের পর জাতি আশা করেছিল ভঙ্গুর অর্থনীতিতে স্থিতি ফিরবে এবং গণতন্ত্র পুনরুদ্ধার হবে। কিন্তু বছর না ঘুরতেই মানুষ আবার হতাশ হয়েছে— দুর্নীতি, চাঁদাবাজি ও রাজনৈতিক সহিংসতা ফিরে এসেছে। আমরা ট্যাগের রাজনীতি থেকে বেরিয়ে আসতে চাই।”
তিনি বলেন, “ইনসাফ ও বৈষম্যমুক্ত রাষ্ট্র গঠনের লড়াইয়ে সাংবাদিক সমাজকে সমাজকে আরো দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
নিউজ রুমঃ News.dainikparibarton@gmail.com অথবা News@dainikparibarton.com
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2025 dainikparibarton.com