সাতক্ষীরা প্রতিনিধিঃ
সাতক্ষীরার কলারোয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লাল্টুকে গ্রে/প্তা/র করেছে পুলিশ। বুধবার (১৯ নভেম্বর) রাত পৌনে ১১টার দিকে ঢাকার মোহাম্মদপুরের বাসা থেকে নিজেদের ডিবি পুলিশ পরিচয়ে সাদা পোশাকধারী ব্যক্তিরা তাকে তুলে নিয়ে গেছে বলে ফেসবুক লাইভে জানিয়েছেন তার বড় ছেলে আশিক।
তিনি অভিযোগ করেন, স্থানীয় কয়েকজন আওয়ামী লীগ ও যুবলীগ নেতার সহায়তায় তার বাবাকে ধরিয়ে দেওয়া হয়েছে।
আমিনুল ইসলাম লাল্টুর গ্রে/প্তা/রের বিষয়টি নিশ্চিত করেছেন তার খালাতো ভাই জিল্লুর রহমান। তিনি জানান, রাতে বাইরে থেকে বাসায় ঢোকার সময় সাদা পোশাকধারী কয়েকজন লোক ডিবি পুলিশ পরিচয়ে তাকে তুলে নিয়ে যায়।
প্রসঙ্গত, ৫ আগস্টের পর থেকে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে ঢাকার মোহাম্মদপুর এলাকায় বসবাস করে আসছিলেন।
নিউজ রুমঃ News.dainikparibarton@gmail.com অথবা News@dainikparibarton.com
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2025 dainikparibarton.com