নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরার টিকেট এলাকার শান্তি রঞ্জন দাসের কন্যা পূর্ণিমা দাস (গাভা হাইস্কুল, ১০ম শ্রেণি) এর মৃত্যু নিয়ে শতাধিক তথ্য সামনে এসেছে। স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ণিমা বৃহস্পতিবার সন্ধ্যায় প্রাইভেট পড়ার জন্য বাড়ি থেকে বের হয়েছিলেন এবং পরদিন সকালে তাঁর লাশ টিকেট-তারকের মণ্ডলের বাগানে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
ঘটনার বিবরণ অনুযায়ী, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কেউ তাকে জোরপূর্বক তুলে নিয়ে পাশ্ববর্তী এলাকায় একটি বাগানে নিয়ে ধর্ষণ-পর হত্যা করেছে। এই তথ্য এখনো নিশ্চিত নয় এবং পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। নিহতের পরিবার ও এলাকাবাসী ঘটনার নিন্দা জানিয়ে কঠোর আইনগত ব্যবস্থা ও দ্রুত তদন্ত দাবি করেছে।
পুলিশ ও প্রশাসনের কার্যক্রম
- সাতক্ষীরা সদর থানা ও জেলার সংশ্লিষ্ট পুলিশ সদরদপ্তর এই ঘটনার তদন্ত শুরু করেছে। তথ্য নিশ্চিত করতে এবং সুনির্দিষ্ট কাউকে শনাক্ত করতে এখনই বিভিন্ন মাধ্যমে তদন্ত অব্যাহত রয়েছে।
- ঘটনার বিস্তারিত ও ক পাশবর্তী তথ্য সংগ্রহের জন্য পুলিশ স্থানীয় সূত্র ও পরিবারের সদস্যদের সাথে কথোপকথন চালাচ্ছে।
- এ সংক্রান্ত কোনো নিশ্চিত মন্তব্য বা অভিযুক্তের নাম প্রকাশ করা হয়নি; পুলিশ নিরপেক্ষ ও দ্রুত তদন্ত করছে।
পরিবার ও স্থানীয় সূত্র:
- পূর্ণিমার পরিবার ও আত্মীয়-স্বজন গভীর শোক প্রকাশ করছেন; এই ঘটনার নিন্দা ও ধর্ষণ-হত্যার কড়া প্রতিবাদ জানানো হচ্ছে।
- এলাকার মানুষ Safety ও শিশু-নিরাপত্তা নিয়ে আলোচনা করছে; একই সঙ্গে পুনরাবৃত্তি এ ধরনের ঘটনার বিরুদ্ধে সচেতনতা ও নিরাপত্তা জোরদার করার আহবান দেখা যাচ্ছে।
নিউজ রুমঃ News.dainikparibarton@gmail.com অথবা News@dainikparibarton.com
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2025 dainikparibarton.com