ডেস্ক রিপোর্ট
অদ্য ২০ সেপ্টেম্বর ২০২৩ খ্রিঃ তারিখে পুলিশ সুপারের কার্যালয়, সাতক্ষীরাতে কন্সটেবল /নায়েক হতে এএসআই(নিরস্ত্র) পদে মোঃ আনিছুর রহমান কে পুলিশ কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে র্যাংক ব্যাজ পরিয়ে দেন,,, সাতক্ষীরা জেলা পুলিশের অভিভাবক সুযোগ্য পুলিশ সুপার জনাব কাজী মনিরুজ্জামান পিপিএম মহোদয়। এ সময় পুলিশ সুপার মহোদয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
আনিছুর রহমান ২০১৫ সালে পুলিশে যোগদান করে,,৬ মাসের প্রশিক্ষণ শেষ করে যশোর জেলায় যোগদান করেন,,যশোর জেলা হতে জনস্বার্থে মেহেরপুর জেলায় যোগদান করেন ২০১৮ সালে,,সেখানে প্রথম পদোন্নতি হয় চাকরীর ৪ বছর বয়সেই,,মেহেরপুর এর মানুষের প্রিয় হয়ে ওঠেন,,,সকলের মনে জায়গা করে নেন,,২০২১ সালে জনস্বার্থে ডি এম পি,, ঢাকাতে বদলী হওয়ায় যোগদাসূত্রে প্রটেকশন ডিভিশন বদলী হন,,৭ বছর চাকরী চলাকালীন সময়ে জীবনের ২য় পদোন্নতি সহকারী উপ পুলিশ পরিদর্শক (নি:) পরীক্ষায় সফলতার সাথে উত্তীর্ণ হন,,এবং পদোন্নতি পান, তাহার সফলতা কামনা করি,,
এ সময় আরও উপস্থিত ছিলেন জনাব মোঃসজীব খান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), সাতক্ষীরা।
নিউজ রুমঃ [email protected] অথবা [email protected]
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com