জাহিদুল বাসার (জাহিদ) :
সাতক্ষীরায় ও এম সি স্টিল লিমিটেড'র আয়োজনে রিয়েল এস এস ফেব্রিকেটরস সম্মেলন-২০২৪, পুরস্কার বিতরণী ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ নভেম্বর) দুপুরে সাতক্ষীরা মোজাফফার গার্ডেন অ্যান্ড রিসোর্ট সেন্টার অডিটোরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। ওএমসি স্টিল লিমিটেড এর সিনিয়র ম্যানেজার মোঃ আব্দুস সালাম'র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওএমসি স্টিল লিমিটেড'র ডাইরেক্টর মোঃ জহিরুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওএমসি স্টিল লিমিটেড'র জিএম মনোয়ার আলম। অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্য রাখেন রিয়েল এস এস'র সাতক্ষীরা জেলার ডিলার মোঃ শহিদুল ইসলাম, মোঃ আব্দুল্লাহ, মোঃ আলফাজ হোসেন প্রমুখ। এ সময় আরো উপস্থিত ছিলেন ওএমসি স্টিল লিমিটেড'র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মোঃ আকতারুজ্জামান,এক্সিকিউটিভ মো. জাহিদুল ইসলামসহ সাতক্ষীরা জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত রিয়েল এস এস ফেব্রিকেটরস বৃন্দ। সম্মেলন শেষে র্যাফেল ড্র,পুরস্কার বিতরণী ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়।
নিউজ রুমঃ News.dainikparibarton@gmail.com অথবা News@dainikparibarton.com
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com