বুধবার, ১২ মার্চ ২০২৫, ০৫:৩১ অপরাহ্ন
মোঃতৌহিদুল ইসলাম(তৌহিদ)
সদর প্রতিনিধি সাতক্ষীরা:
সাতক্ষীরায় মাহে রমজানের পবিত্রতা রক্ষা, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি প্রতিরোধ এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধে র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকাল ৫টায় সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড়স্থ শহীদ আসিফ চত্বরে অনুষ্ঠিত পথসভায় সভাপতিত্ব করেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সদর থানার সভাপতি ডা: জি এম সালাউদ্দিন সাকিল।
আমার বাংলাদেশ (এবি) পার্টি সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পার্টির আহবায়ক ভিপি আব্দুল কাদের।
জেলা সেক্রেটারি মো: আলমগীর হুসাইনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সদর থানার সেক্রেটারি মো: মঞ্জুর রহমান, দেবহাটা থানার সভাপতি মো: আজহারুল ইসলাম, জেলা ক্রীড়া সম্পাদক মো: মঞ্জুরুল আলম রিপনসহ অন্যরা।
প্রধান অতিথি বলেন, যেখানে বিশে^র অন্যান্য দেশে পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য মূল্যে কমায়। সেখানে ৯০ ভাগ মুসলমানের দেশ আমাদের দেশের কিছু মানুষ রূপী শয়তান ব্যবসায়ীরা সিন্ডিকেটের মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়িয়ে দেয়। ইচ্ছামত গ্যাসের দাম বাড়িয়ে দেয়। এতে সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়ে। আসন্ন পবিত্র রমজানে যেন সেই সুযোগ না পায় তার জন্য অন্তবর্তীকালিন সরকারকে বাজার মনিটরিং করার আহবান জানান এবং মাহে রমজানের পবিত্রতা রক্ষা করা আহবান জানান প্রধান অতিথি।##
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।