জাহিদুল বাসার (জাহিদ), সাতক্ষীরাঃ
সাতক্ষীরায় জেলা লিগ্যাল এইড কমিটি মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার(৬ নভেম্বর) বিকালে সাতক্ষীরা জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান চাঁদ মোহাম্মদ আব্দুল আলিম আল রাজীর সভাপতিত্বে এ মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় আরো উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার নব নিযুক্ত অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমান, লিগ্যাল এইড কমিটির সদস্য সচিব নাসিরুদ্দিন ফরায়েজি,সাতক্ষীরা জেলা কারাগারের জেলার মো এনায়েতউল্লাহ,ইসলামিক ফাউন্ডেশনের ডি ডি মেহেদী হাসান,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিষ্নু পদ পাল,অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো: জিয়ারুল ইসলাম,সাতক্ষীরা সদর হাসপাতালের সিভিল সার্জনের প্রতিনিধি ডা:মো: ফরহাদ জামিল উত্তরনের ইয়ুথ এ্যাম্পাওয়ার্ড প্রজেক্টের প্রজেক্ট অফিসার আব্দুল্লাহ ওমর নাসিফ, টেকনিক্যাল অফিসার নাজমিন নাহার, মনিটরিং এন্ড এ্যাভুলুয়েশন অফিসার মঈনুল হাসান সোহান, সিনিয়র কমিউনিটি ফ্যাসিলিটেটর রুমিচা খাতুন, কমিউনিটি ফ্যাসিলিটেটর রুহুল কুদ্দুস সহ লিগ্যাল এইড কমিটির সম্মানিত সদস্য বৃন্দ।লিগ্যাল এইড কমিটির মাসিক সভা গ্লোবাল এ্যাফেয়ার্স কানাডা ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এর পক্ষ থেকে অংশ গ্রহন করা হয়।এ সময় বক্তারা বলেন লিগ্যাল এইডকে জনবান্ধব করে গড়ে তুলতে হবে। লিগ্যাল এইড এর সেবা জনগনের দোর গোড়ায় পৌঁছে দেওয়া যায় তার জন্য কাজ করতে হবে।
নিউজ রুমঃ News.dainikparibarton@gmail.com অথবা News@dainikparibarton.com
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com