এস এম মোস্তাফিজুর রহমান, আশাশুনি, সাতক্ষীরাঃ সাতক্ষীরার আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও দরগাহপুর ইউপির সাবেক চেয়ারম্যান জমির উদ্দীন গাজী বিএনপিতে যোগদানের প্রতিবাদে ও তাকে দলে না নেওয়ার দাবীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১১ জানুয়ারী) সন্ধ্যায় দরগাহপুর ইউনিয়নের খরিয়াটি বাজারের ৩ রাস্তা মোড়ে এ কর্মসূচি পালন করা হয়।
দরগাহপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের আয়োজনে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন,ইউনিয়ন বিএনপি সাবেক সদস্য সচিব জি এম হাফিজুর রহমান হাফিজ,ইউনিয়ন ছাত্র দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হুসাইন,ছাত্রদল ও যুবদলের সাবেক সভাপতি শেখ ইয়াদ আলী,যুব দলের সিনিঃ সহ সভাপতি রফিকুল ইসলাম রফিক,ইউনিয়ন বিএনপি সদস্য আবু তাহের,১নং ওয়ার্ড সভাপতি আঃ ছাত্তার গাজী,ইউঃ যুবদল সাবেক সহ সভাপতি আব্দার আলী,জি এম রাজমিনুর রহমান,জালাল হোসেন,শেখ আরিফুল ইসলাম।
সাতক্ষীরা জেলার সবকটি আসনের প্রার্থীরা এক মঞ্চে।
বক্তাগণ বলেন,জমির উদ্দীন চেয়ারম্যান থাকাকালে বিএনপি সাধারণ সম্পাদক নজরুল ইসলামকে মিথ্যা মামলায় গ্রেফতার করায়, নিজের ও আ'লীগের অফিসে আগুন দিয়ে বিএনপি নেতাকর্মীদের নামে মামলা,গৌর কর্মকারের দোকানে আগুন দিয়ে বিএনপি নেতাদের নামে মামলা দিয়ে হয়রানী করেছিল। এছাড়া একাধিক অপরাধে অপরাধী,আঅত্যাচার-নির্যাতন ও মিথ্যা মামলায় জর্জরিত বিএনপি নেতাকর্মীদের দুশমন, আওয়ামীলীগের দীর্ঘ কালের নেতা জমির উদ্দীনকে বিএনপিতে না নেওয়ার দাবীতে প্রতিবাদ সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়।
নিউজ রুমঃ News.dainikparibarton@gmail.com অথবা News@dainikparibarton.com
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2025 dainikparibarton.com