সাতক্ষীরা প্রতিনিধি:
সর্ট সার্কিটের আগুনে পুড়ে ছাই হয়েছে ইলোকট্রনিক্সের এক দোকান আগুনে পুড়ে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন হয়েছে বলে দাবী ভুক্তভোগী দোকান মালিকের ।
শনিবার গভীর রাতে সাতক্ষীরা জেলার তালা উপজেলার দলুয়া বাজারে তুলি মোবাইল এন্ড ইলেকট্রনিক্স নামের একটি দোকানে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে। এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সহ জনপ্রতিনিধিরা।
ক্ষতিগ্রস্থ দোকান মালিক বাঁকাচাদ মন্ডল জানান, রাতে দোকান বন্ধ করে বাড়িতে চলে যান তিনি। পরে রাত ৪ টার দিকে স্থানীয় তাকে মুঠোফেনে জানায় দোকানে আগুন লেগেছে। ওই সময় দোকানে এসে দেখি যাবতীয় মালামাল সব কিছু পুড়ে শেষ হয়ে গেছে। পরে স্থানীয়দের সহযোগিতায় দোকানের আগুন নিভিয়ে ফেলেন তিনি।তবে দোকানের মালামাল পুড়ে ১০লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবী করেন তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সেহেরির সময় কিছু জেলে মাছ মারার জন্য দলুয়া বাজারের ঐ দোকানের সামনে দিয়ে যাওয়ার সময় দেখে দোকানের মধ্যে আগুন জ্বলছে । পরে তারা লোকজন ডেকে আগুন নিভাতে বলে। এরপরে দোকান মালিককে বিষয়টি জানানো হয়।
দোকানের এই ক্ষতির কারনে দোকান মালিক বাকাচাদ মন্ডল দিশেহারা হয়ে পড়েছে বলে জানান তারা।
খলিষখালী ইউপি চেয়ারম্যান সাবীর হোসেন জানান,খবর পেয়ে সকালে ঘটনাস্থলে পরিদর্শন করেছেন তিনি। দোকান মালিকের বড় ধরনের ক্ষতি হওয়ায় দুঃখপ্রকাশ করেন তিনি
খলিষখালী ক্যাম্প ইনচার্জ মিজানুর রহমান জানান,খবর পেয়ে রাতে পুলিশ ঘটনাস্থল করেছে। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক সর্ট সার্কিটের আগুনে অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে।
নিউজ রুমঃ News.dainikparibarton@gmail.com অথবা News@dainikparibarton.com
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com