অনলাইন ডেস্কঃ
সাইবার নিরাপত্তা আইনকে নতুন বোতলে পুরোনো মদের সাথে তুলনা করে মন্ত্রিসভায় এই আইনের খসড়ায় অনুমোদনের তীব্র নিন্দা জানিয়েছে গণতন্ত্র মঞ্চ।
সোমবার (২৮ আগস্ট) দুপুরে রাজধানীর পুরানা পল্টনে ভাসানী অনুসারী পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে মঞ্চের এক সভায় এই নিন্দা জানানো হয়। গণতন্ত্র মঞ্চের দাবি, বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করে একই আদলে সাইবার নিরাপত্তা আইন করছে সরকার।
এ ছাড়া গণতন্ত্র মঞ্চের সভায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী খাদিজাতুল কুবরাকে অন্যায়ভাবে আটক রাখা এবং খুলনার আনিসা সিদ্দিকাকে গ্রেপ্তারের ঘটনাকে মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে আখ্যায়িত করা হয়।গণতন্ত্রের মঞ্চের সমন্বয়ক ও ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ূম, জেএসডির যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারী প্রমুখ।
পরিবর্তনের নিউজ পড়ুন Google News- এ
এ ছাড়া সভায় উপস্থিত ছিলেন- নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, প্রেসিডিয়াম সদস্য জিন্নুর চৌধুরী দীপু, ভাসানী অনুসারী পরিষদের যুগ্ম আহ্বায়ক বাবুল বিশ্বাস, যুগ্ম সদস্য সচিব হাবিবুর রহমান, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদের সদস্য বাচ্চু ভুঁইয়া, রাষ্ট্র সংস্কার আন্দোলনের হাবিবুর রহমান, ইমরান ইমন প্রমুখ।
সূত্রঃ কালবেলা অনলাইন
নিউজ রুমঃ [email protected] অথবা [email protected]
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com