জামান মৃধা, ডিমলা (নীলফামারী)
গত ৮ জুলাই নীলফামারী সদর উপজেলার লক্ষ্মীচাপ ইউনিয়নের জঙ্গলি পাড়ায় সাংবাদিক স্বপ্না আক্তার স্বর্ণালি শাহ্-এর ওপর হামলার প্রতিবাদে ডিমলায় মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৩ জুলাই) বিকেল ৫টায় ডিমলা উপজেলা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে ডিমলা স্মৃতি অম্লান চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ডিআরইউ সভাপতি মহিবুল ইসলাম এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক আসাদুজ্জামান পাভেল।
মানববন্ধনে বক্তব্য দেন জেলা রিপোর্টার্স ইউনিটির তথ্য বিষয়ক সম্পাদক আব্দুল মমিন। তিনি বলেন, “জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি স্বপ্না শাহ্ ও কয়েকজন সংবাদকর্মী সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে লক্ষ্মীচাপ ইউনিয়নের ২নং ওয়ার্ডের জঙ্গলি পাড়া গ্রামে গেলে স্থানীয় চেয়ারম্যান ও ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর আমিনুর রহমান এবং তার সহযোগীরা সাংবাদিকদের ঘিরে ধরে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। গ্লোবাল টিভির জেলা প্রতিনিধি সোহেল রানার ক্যামেরা ছিনিয়ে নেওয়া হয় এবং স্বপ্না শাহ্-কে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়।”
তিনি আরও জানান, ঘটনাটি জানাজানি হলে জেলা শহর থেকে আত্মীয়-স্বজন ও সাংবাদিক নেতৃবৃন্দ ঘটনাস্থলে ছুটে এসে আক্রান্তদের উদ্ধার করে নীলফামারী সদর হাসপাতালে ভর্তি করেন।
মানববন্ধনে ডিমলা রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি বাদশা সেকেন্দার ভুট্টো বলেন, “নীলফামারী সদর থানা মামলাটি নিয়ে টালবাহানা করছে। আমরা হতবাক যে, ফ্যাসিস্ট দোসর আমিনুর রহমানের কথাই পুলিশ গুরুত্বের সঙ্গে নিচ্ছে। মামলার তদন্ত কর্মকর্তা যেহেতু তার প্রভাবাধীন, তাই নিরপেক্ষ তদন্ত সম্ভব নয়। দ্রুত মামলা নথিভুক্ত করে অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানাই।”
এ সময় আরও বক্তব্য রাখেন ডিমলা প্রেসক্লাবের সভাপতি মাজহারুল ইসলাম লিটন, জেলা রিপোর্টার্স ইউনিটির কার্যকরী সদস্য আব্দুর রশিদ, আব্দুল মালেক, মহিবুল ইসলাম সুজনসহ অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ।
মানববন্ধনে ডিমলা রিপোর্টার্স ইউনিটিসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় সাংবাদিক ও সুধীজন অংশগ্রহণ করেন।
নিউজ রুমঃ News.dainikparibarton@gmail.com অথবা News@dainikparibarton.com
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com