শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৯:৪৪ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার সাতক্ষীরা।
সাতক্ষীরা সদর উপজেলার বিডিএফ প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনের ঘটনায় সংবাদ প্রকাশ করায় কুখ্যাত ভূমিদস্যু এস এম নাসিরউদ্দিন কতৃক সাংবাদিকদের বিরুদ্ধে বিভিন্ন রকম ষড়যন্ত্র ও হুমকি ধামকির বিরুদ্ধে জরুরি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪মার্চ বিকেলে বিডিএফ প্রেসক্লাবের সভাপতি আল.মো. শাহাদাৎ হোসেন বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তারা বলেন- সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের ফয়জুল্যাপুর গ্রামের মৃত এস এম আশরাফউদ্দিনের বড়পুত্র এম এ কে হেলালউদ্দিন ২০১৯ সালে মারা যাওয়ার পর থেকে তার সমূদয় স্থাবর অস্থাবর সম্পত্তি তার ছোট ভাই এস এম নাসিরউদ্দিন লিটন জোরপূর্বক জবরদখল করে রেখেছে। অপরদিকে, হেলালের বিধবা স্ত্রী ও তার এতিম শিশু কন্যাকে তাদের প্রাপ্য সম্পত্তির ভাগ না দিয়ে উল্টো একের পর এক তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে।এবিষয়ে গ্রামের যারা নাসিরের বিরুদ্ধে কথা বলেছে নাসির তাদের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে জেলে ঢুকিয়ে হয়রানি করেছে। এ পর্যন্ত নাসিরউদ্দীন এক ডজনেরও বেশি মামলা করে ইতোমধ্যে মামলাবাজ লিটনের নামে পরিচিত পেয়েছে। সম্প্রতি সে বিএনপির একজন সাবেক এমপির নাম ভাঙিয়ে তার বিরুদ্ধে কথা বলায় একাধিক ব্যক্তির বাড়িতে দিনের পর দিন দফায় দফায় পুলিশ ও বহিরাগত সন্ত্রাসী নিয়ে তল্লাশি চালিয়ে গোটা এলাকায় ত্রাসের রাম রাজত্ব কায়েম করেছে। তার অব্যাহত ষড়যন্ত্র ও হুমকি ধামকিতে আতংকিত হয়ে আব্দুল কাদের মোল্লা,অবিনাশ মন্ডল, সাবেক ইউপি সদস্য মোঃ শফিকুল ইসলামসহ বেশ কয়েকজন নিরীহ ব্যক্তি গ্রাম ছেড়ে পালিয়ে গেছে। এনিয়ে এলাকায় আতংক ছড়িয়ে পড়েছে। সার্বিক বিষয় নিয়ে হেলালউদ্দীনের বিধবা স্ত্রী সাহিদা আনসারী রুমি ও তার এতিম শিশু কন্যাকে নিয়ে সংবাদ সম্মেলন করে। উক্ত সংবাদ সম্মেলনের সংবাদ প্রকাশ করায় নাসিরুদ্দিন লিটন বিডিএফ প্রেসক্লাবের কতিপয় সদস্যের বিরুদ্ধে বিভিন্ন রকম ষড়যন্ত্র ও বহিরাগত ভাড়াটে লোকজন দিয়ে হুমকি প্রদর্শন করে।এঘটনায় বিডিএফ প্রেসক্লাবের সাংবাদিকরা জরুরি প্রতিবাদ সভায় কুখ্যাত ভূমিদস্যুত নাসিরুদ্দিনের বিরুদ্ধে আনীত অভিযোগের বিষয়ে সরেজমিনে তদন্ত সাপেক্ষে অবিলম্বে তাকে গ্রেফতার করার জোর দাবি জানান।এছাড়া তাকে গ্রেফতার না করা পর্যন্ত সাতক্ষীরা প্রেসক্লাবসহ জেলার সব সাংবাদিক নেতা ও সংগঠন গুলোকে তার বিরুদ্ধে সরেজমিনে তদন্ত করে সব ষড়যন্ত্রের বেড়াজাল ছিন্ন করে ঐক্যবদ্ধ ভাবে মোকাবিলা করার জন্য বিডিএফ প্রেসক্লাবের পক্ষ থেকে জোর দাবি জানান বক্তারা। বিডিএফ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আরশাদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত জরুরি প্রতিবাদ সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ও বক্তব্য রাখেন- সহ সভাপতি জি এম আমিনুল হক সাংগঠনিক সম্পাদক শামীম রেজা,ক্রীড়া সম্পাদক শিক্ষক মুকুল হোসেন, প্রচার সম্পাদক এম এম জয়নাল,দপ্তর সম্পাদক মেহেদী হাসান শিমুল, কার্যকারী সদস্য এস এম ইসমাইল হোসেন, এম এ হাকিম, ইমরান হোসেন, আব্দুল মাজেদ ও সুজন ঘোষসহ সকল সদস্যবৃন্দ।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।