আব্দুল্লাহ আল তৌহিদ
নোবিপ্রবি
ভারতে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রশিক্ষণ কোর্সে অংশ নিয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সহকারী পরিচালক (তথ্য ও জনসংযোগ) ইফতেখার হোসাইন। দেশটির হায়দ্রাবাদের এমসিআর হিউমান রিসোর্স ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে অনুষ্ঠিত এবারের আয়োজনে পৃথিবীর ১৫টি দেশের ৫০ জন সাংবাদিক ও জনসংযোগবিদ অংশ নিয়েছেন। সাংবাদিকতা, তথ্য ও জনসংযোগ পেশায় নিয়োজিত রয়েছেন এমন ক্যাটাগরিতে বাংলাদেশ থেকে এবার ইফতেখার হোসাইনকে মনোনয়ন দেয়া হয়।
অংশগ্রহণকারীরা ‘জার্নালিজম এন্ড পাবলিক রিলেশন’ বিষয়ের উপর পেশাগত উচ্চতর প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে নিজ কর্মস্থলে দক্ষতা উন্নয়নে সুযোগ পাবে। ভারত সরকারের মিনিস্ট্রি অব এক্সটার্নাল অ্যাফেয়ার্স এর সম্পূর্ণ অর্থায়নে এ কোর্সটি চলবে ১৬ জুন থেকে ২৮ জুন ২০২৫ পর্যন্ত।
ভারত ও বাংলাদেশসহ পৃথিবীর অপরাপর দেশের পেশাজীবিদের মাঝে পারষ্পরিক জ্ঞানবিনিময়, সাংস্কৃতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে উন্নয়নের অভিজ্ঞতা আদান-প্রদানকে মুখ্য করে এ প্রশিক্ষণ কোর্স পরিচালনা করা হয়। যাতে করে বৃত্তিপ্রাপ্ত অংশগ্রহণকারীরা কোর্সের মাধ্যমে অর্জিত জ্ঞান দেশে ফিরে গিয়ে নিজ প্রতিষ্ঠানে প্রয়োগ করতে সক্ষম হন।
উক্ত প্রশিক্ষণ কোর্সের রিটার্ন এয়ার টিকিট, লিভিং এক্সপেন্স এবং দর্শণীয় স্থান ভ্রমণের সকল খরচ বহন করবে ভারত সরকার।
মোবাইল: ০১৮৪৭৫৪৬৩৬৩
নিউজ রুমঃ News.dainikparibarton@gmail.com অথবা News@dainikparibarton.com
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2025 dainikparibarton.com