প্রতিবেদক রাজশাহী তেরখাদিয়া এলাকায় লিজা টাওয়ার সরকার কনভেশন হল নামক প্রতিষ্ঠান খুলে প্রশাসনের নজর ফাকি দিয়ে দিন রাত চলছে রমরমা মাদক ও যৌন ব্যবসা এনিয়ে এলাকাবাসীর মধ্যে এক খোব প্রকাশ করছে ।
আসলাম সরকার দীর্ঘদিন যাবত শুটিং স্পট হোটেল রেস্তোর নামক বিভিন্ন প্রতিষ্ঠানে নাম ব্যবহার করে এসব ব্যবসা করে আসছেন বলে জানা গেছে তিনি রাজপাড়া থানা ঘোষমাহাল ডিংগাডোবা এলাকার মো. আজিজুর রহমানের ছেলে মো. আসলাম সরকার (৪০) মাদক মামলায় হাইকোর্ট থেকে জামিনে বেরিয়ে এসেছে আবারো ইয়াবাসহ বিভিন্ন ব্যবসা চালাচ্ছে এবং তার ব্যবহার কিত চোরাই ইন্ডিয়ান ২২০ সিসি পালসার মটর সাইকেল চালাচ্ছে।
২০১৮ সালে এক লাখ আট হাজার ইয়াবাসহ কক্সবাজারে শুটিং করতে আসা ‘সরকার প্রোডাকশন হাউস’ নামে একটি শুটিং টিমের ১০ সদস্যকে আটক করেছে র্যাব কক্সবাজার ক্যাম্পের সদস্যরা। বুধবার দুপুরে কক্সবাজার শহরের কলাতলী থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের ব্যবহৃত একটি মাইক্রোবাসও জব্দ করা হয়।
আটককৃতদের মধ্যে রয়েছে, ‘সরকার প্রোডাকশন হাউস’ নামে ওই শুটিং টিমের প্রধান আসলাম সরকার (৪০), তার ড্রাইভার মাসুদ রানা (৩২) এবং শুটিং টিমের আরো আট সদস্য। রাজশাহীর রাজপাড়া থানার ডিংগাডোবা এলাকার মো. আজিজুর রহমানের ছেলে মো. আসলাম সরকার (৪০) ও রাজশাহী চারঘাট থানার মিয়াপুর গ্রামের মৃত আব্দুস ছাত্তারের ছেলে মো. মাসুদ রানা (৩২)।
তাদের বহনকারী টয়োটা হাইয়েচ মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ-৫১-৭৬৯৩) তল্লাশি করে তেলের ট্যাংকির ভেতরে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় এক লাখ আট হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয় র্যাব কক্সবাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর রুহুল আমিন ছিলেন।
এ বিষয়ে রাজশাহী আরএমপি রাজপাড়া থানার কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন ।
নিউজ রুমঃ News.dainikparibarton@gmail.com অথবা News@dainikparibarton.com
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com