আদম আলীঃ
গণহত্যা ও নাশকতা নিয়ন্ত্রণে ব্যর্থতার দায় নিয়ে সরকারকে পদত্যাগের আহবান জানিয়েছে বাংলাদেশ কংগ্রেস। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নির্বিচারে গুলি, গণহত্যা ও চলমান সংকট নিয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আজ শনিবার এ দাবী জানিয়েছে দলটি।
বেলা ১১টায় দলটির বাংলামটরস্থ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দলটির চেয়ারম্যান এ্যাডঃ কাজী রেজাউল হোসেন বলেন, অবিলম্বে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহতদের তালিকা প্রকাশ করে উপযুক্ত ক্ষতিপুরণ দিতে হবে এবং দায়ীদেরকে বিচারের আওতায় আনতে হবে। হতাহতের ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে পুনর্বাসনের দাবী জানান তিনি।
সংবাদ সম্মেলনে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে নাশকতাকারীদেরকে বিচারের আওতায় আনার দাবী জানানো হয়। এ্যাডঃ কাজী রেজাউল হোসেন বলেন, অবিলম্বে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে হবে এবং শিক্ষার্থীদেরকে উপযুক্ত নিরাপত্তা দিতে হবে। তিনি গণগ্রেফতার ও মোবাইল চেকিংয়ের মাধ্যমে জনগণের ব্যক্তিগত গোপনীয়তা ভঙ্গ বন্ধ করার আহবান জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, কোটা সংষ্কারের প্রশ্নে শিক্ষার্থীদের যৌক্তিক দাবীকে তুচ্ছ-তাচ্ছিল্য করে প্রধানমন্ত্রী, সড়ক ও সেতু মন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী ও ছাত্রলীগের উস্কানীমূলক বক্তব্য ও কর্মকান্ডের কারণে আন্দোলন দানা বেঁধে ওঠে। তাদের নির্দেশে ছাত্রলীগ ও আইন-শৃংখলা বাহিনী শান্তিপুর্ণভাবে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর অযাচিত হামলা চালায়। এতে স্মরণকালের ভয়াবহতম হতাহতের ঘটনা ঘটে। সরকারের নানামুখী ভুল পদক্ষেপের কারণে আজ ছাত্র-জনতা ফুঁসলে উঠেছে। সরকার সব ধরণের বাহিনীকে মাঠে নামিয়েও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারছে না। এই মুহুর্তে সরকারের পদত্যাগ ছাড়া সংকটের সমাধান হবে না।
বাংলাদেশ কংগ্রেসের ভাইস চেয়ারম্যান এ্যাডঃ মোঃ শফিকুল ইসলাম ও এ্যাডঃ মোঃ আব্দুল আওয়াল, মহাসচিব এ্যাডঃ মোঃ ইয়ারুল ইসলাম, যুগ্ম মহাসচিব এ্যাডঃ মোঃ মিজানুর রহমান, ন্যাশনাল সিনেট সদস্য এ্যাডঃ মোঃ জিয়াউর রশিদ, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পদক মোহাম্মদ কামরুজ্জামান বাবলু, দপ্তর সম্পাদক মোঃ তুষার রহমান, সমাজ সেবা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক এ্যাডঃ মোঃ মাইনুল ইসলাম এবং নারী, শিশু, প্রবীণ ও প্রতিবন্ধী বিষয়ক সম্পাদক নিলুফার সুলতানা, যুগ্ম সমাজ সেবা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক মোঃ আবু জাফর, শ্রমিক কংগ্রেসের কেন্দ্রীয় নেতা সেলিম রেজা বাচ্চু প্রমুখ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
নিউজ রুমঃ [email protected] অথবা [email protected]
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com