বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০১:০৬ পূর্বাহ্ন
.
আবু হাসান, নবীনগর উপজেলা প্রতিনিধি।
নবীনগর পৌরসভার মেয়র এডভোকেট শিব শংকর দাস কঠোর হুঁশিয়ারী উচ্চারণ করে বলেছেন, আমার কার্যকালে সরকারের নির্ধারিত ট্যাক্স ও বিভিন্ন ফি’র অতিরিক্ত একটি টাকাও যদি পৌরসভার কোন কর্মকর্তা কর্মচারী পৌরবাসীর কাছ থেকে নেওয়ার চেষ্টা করেন, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। তিনি দৃঢ়তার সাথে বলেন, গত এক বছরে আমার কার্যকালে কোন কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে কোন পৌর নাগরিক যদি অতিরিক্ত টাকা নেয়ার এমন একটি প্রমানও দেখাতে পারেন, সরাসরি আমাকে জানান, আমি ব্যবস্থা নেব।
নবীনগর পৌরসভায় মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণের প্রথম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে ১৪ নভেম্বর শনিবার রাতে পৌরবাসির উদ্যোগে আয়ােজিত এক অনুষ্ঠানে তিনি এ কথাগুলাে বলেন। এডভোকেট শিব শংকর দাস আরও বলেন, শুধু পৌরসভার কর্মকর্তা কর্মচারী নন, গত এক বছরে আমার নিজের বিরুদ্ধেও নুন্যতম কোন অনিয়ম দুর্নীতির প্রমান কেউ দিতে পারবেন না, এটি আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। প্রথম বর্ষপূর্তি উদযাপনের ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম শফিক। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মােহাম্মদ মনিরুজ্জামান মনির। বিশেষ অতিথি ছিলেন নবীনগর মহিলা কলেজের অধ্যক্ষ কান্তি কুমার ভট্টাচার্য, নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মােঃ আবু মােছা, জেলা আওয়ামীলীগের সদস্য জসিম উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নাছির উদ্দিন, সহ দপ্তর ও প্রচার সম্পাদক বিপুল সাহা, পৌর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক খাইরুল আমীন এবং কাউন্সিলর গণি চাঁন মকসুদ ও নীলুফা ইয়াছমিন বেগম।
আরো বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি সঞ্জয় সাহা, আওয়ামীলীগ নেতা নুরে আলম, উপজেলা যুবলীগের সভাপতি সামছ আলম, সেচ্ছাসেবকলীগ নেতা শাহীন রেজা টিটু, ওমর ফারুক, যুবলীগ নেতা এনামুল হক সরকার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল রােমান, ছাত্রলীগ নেতা মােজাম্মেল হক লিমন, খলিলুর রহমান, আরিফুল ইসলাম রাজিব প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে মেয়রের এক বছরের প্রশংসনীয় কার্যক্রমের স্বীকৃতিস্বরূপ মেয়র শিব শংকর দাসকে পৌরবাসী, কাউন্সিলরবৃন্দ ও পৌরসভার ষ্টাফদের পক্ষ থেকে আলাদা আলাদাভাবে তিন ক্রেস্ট প্রদান করা হয়।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।