বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১১:৪৫ অপরাহ্ন
আবুল হাসনাত নবীন ( কলেজ প্রতিনিধি)ঃ
নানা আয়োজনে গভীর শ্রদ্ধায় হাজারো বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালিত হয় সরকারি আব্দুল জব্বার কলেজে। ভোরে আনন্দ পদযাত্রার মাধ্যমে বোরহানউদ্দিন উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা জানানো হয়।এর পর কলেজ ক্যাম্পাসে শুরু হয় বৃক্ষরোপন কর্মসূচি ও বর্নাঢ্য আয়োজন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অত্র কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব এস এম গজনবী বলেন,মুজিব শতবর্ষ আমাদের জন্য এক সৌভাগ্যের ব্যাপার। বঙ্গবন্ধু আমাদের এক অনুপ্রেরণা ও আদর্শের নাম।তিনি শিক্ষা দিয়েছেন কিভাবে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে হয় এবং আপোষহীন ভাবে বিজয় ছিনিয়ে আনতে হয়।এরপর দোয়া মুনাজাতের মাধ্যমে বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনা করা হয়
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।