হেলাল উদ্দিন,সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের তাড়াশে সব মাঠেই এখন ইরি ধান ফসলের আবাদ হয়েছে। এরই মধ্যে মাঠ গুলো সবুজে ভরপুর হয়ে উঠছে। কৃষকেরা এখন জমিতে নিড়ানী দিতে শুরু করেছেন। তারা স্বপ্ন বুনছেন মাঠের সবুজ ফসল ঘিরে। বর্তমানে কৃষকদের কাছে ইরি-বোরো ধান বছরের প্রধান আবাদ হয়ে উঠেছে। কৃষি অফিস তথ্যনুসারে জানা যায়, এবারের মৌসুমে তাদের লক্ষ্যমাত্রা বেড়েছে ।প্রচুর পরিমাণে জমিতে আবাদ হয়েছে। ব্রি আর ২৯ জাতের
ধান সবচেয়ে বেশি পরিমান জমিতে আবাদ হয়েছে। এছাড়া কৃষকরা বেশি হারে ফলন মেলে এমন আরো নানা জাতের চারা লাগিয়েছেন। বিভিন্ন মাঠ ঘুরে দেখা গেছে, আগাম করে লাগানো ধান জমিতে কৃষকেরা নিড়ানী দিচ্ছেন। করছেন আগাছা বাছাই। সেচ মেশিন গুলো দিন রাতের বেশি সময় চালু থাকছে।
বিভিন্ন মাঠে বেশ ক’জন কৃষক জানান, ইরি ধান ফসল ঘিরে তাদের সংসারের আয় ব্যয়ের হিসাব করে থাকেন। কৃষকেরা জানান, সরিষা তুলে ইরি ধানের চারা লাগিয়েছেন। এ ধান ফসল ঘিরে এক বছরে সংসারের আয় ব্যয়ের হিসাব কষছেন। উপজেলা কৃষি অফিসার বলেন, সরিষা ফসল তুলে কৃষকেরা ইরি আবাদ করেছেন। তার বিভাগ থেকে বিভিন্ন ইউনিয়নে মাঠ দিবসে উপস্থিত কৃষকদেরকে ইরি ধান সহ বিভিন্ন ফসল আবাদে পরামর্শ দেওয়া হয়েছে । বছরের প্রধান আবাদের ইরি ধান ফসলে যে কোন কীটনাশক ব্যবহারের আগে কৃষি বিভাগ থেকে পরামর্শ নেওয়ার বিষয়ে জানানো হয়েছে।
নিউজ রুমঃ [email protected] অথবা [email protected]
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com