বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৬:২৭ অপরাহ্ন
মোঃ রাসেল হোসেন, বরিশাল:
মানবিক পুলিশ আল-আমিন এর চাকরি জীবনের সফলতার সাথে ৭ বছর শেষে ৮ বছরে পর্দাপন করলো। নিখুঁত পরিশ্রম ও চেষ্টা মানুষের কল্যাণে সর্বদা সফলতার সাথে কাজ করে যাচ্ছে এই পুলিশ সদস্য।
বাংলাদেশ প্রেক্ষাপটে এই পেশাটা অনেকের কাছে সোনার হরিণের মত। তাই সে পরিবারের সিদ্ধান্ত এ পেশায় যোগদান করে বিগত ০৭-০৫-২০১৭ সালে দেখতে দেখতে যা ৭ বছর কেটে যায় তার চারকি জীবনের। সে তার চারকির পাশাপাশি বিভিন্ন সামাজিক কাজ করে থাকে তার মধ্যে উল্লেখযোগ্য গৃহহীন মানুষের কল্যানে বসবাস যোগ্য ঘড় তৈরি করে দেওয়া, অসহায় পরিবারের মাঝে বিভিন্ন সময়ের আর্থিক সহযোগিতা করা এবং তাদের মাঝে খাবার বিতরণ করা, জনকল্যাণমুখী আরো নানান কাজ করে থাকে তাই মূলত তাকে অনেকেই মানবিক পুলিশ বলেও ডাকে।
তার পেশাটা কারো কারো কাছে স্বপ্নের মতন তবে এই পেশাটার ভালো দিক মন্দ দিক দুটাই আছে। আপনার পক্ষে গেলে পেশাটা ভালো অন্যের পক্ষে গেলে পেশাটা খারাপ এ পেশায় নানান চড়াও উৎরাও এর মাঝে সুখ-দুঃখ, কষ্টের মাঝে
চাকরি জীবনের ৭বছর শেষ করলো এই মানবিক পুলিশ সদস্য।
এই সময় মানবিক পুলিশ আল- আমিন বলেন, আমি আমার চারকি জীবনের সততার সাথে ৭টি বছর শেষ করলাম সকলের কাছে দোয়া চাই যেভাবে সাত বছর শেষ করছি ঠিক চারকি জীবন শেষ পর্যন্ত মানুষের কল্যানে সততার সাথে আদর্শ মানুষ হিসেবে অসহায় সুবিধা বঞ্চিত ছিন্নমূল মানুষের পাশে থেকে আমার বাকি জীবন অতিবাহিত করতে পারি সেই দোয়া করবেন।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।