মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৪:৩৪ পূর্বাহ্ন
মোঃ ইব্রাহীম মোল্লা
জেলা প্রতিনিধি সাতক্ষীরা
তালায় ছেলেকে বাঁচাতে গিয়ে উপজেলা ভাইস চেয়ারম্যান ও তার সমর্থকদের মারপিটে নিহত হয়েছেন লুৎফর নিকারী(৬৫) নামে এক মাছ ব্যবসায়ী। সোমবার রাত ১১টার দিকে সাতক্ষীরার তালা সদরের জেয়ালা নলতা চাড়িভাঙ্গা সরকারী গেটের খাল শালতা শাখা বিলে এ ঘটনা ঘটে।
এদিকে মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে এ হত্যাকান্ডের প্রধান আসামী সন্ত্রাসী মশিয়ারের গ্রেফতারের দাবিতে তালা উপ-শহরের শতশত নারী পুরুষ বিক্ষোভ মিছিল করে তালা থানা ঘেরাও করে । এ সময় শতশত গ্রামবাসী ‘খুনি মশিয়ার সহ তার সহযোগীদের ফাঁসি চাই’ ¯েøাগান দিতে থাকেন।
নিহত লুৎফর নিকারী (৬৫) তালা সদরের জেয়ালা নিকারী পাড়ার মৃত আইজুল নিকারীর ছেলে। আটক সন্ত্রাসী মশিয়ার রহমান সরদার(৩৫) পিতা:মৃত নুরআলি সরদার গ্রাম-বারুইহাটি সে হাউব্রিড নেতা হিসাবে তালা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান।
নিহতর আতœীয় জেয়ালা নলতা গ্রামের রুহুল আমিন নিকারী ও এলাকাবসী এবং মামলার এজাহার সুত্রে জানাযায়, তালা উপজেলা তালা সদর ইউনিয়নের চাড়িভাঙ্গা সরকারী গেটের খালে মাছ ধরছিলেন নিহত লুৎফর নিকারীর ছেলে সেলিম নিকারী(২৮) ও তারিফ নিকারী(৫৫)। ওই খালের সঙ্গে সন্ত্রাসী সরদার মশিয়ার রহমানের মাছের ঘেরের মধ্যস্থলে ভেড়ী বাঁধ রয়েছে। ঘেরের থাকা তুহিন শেখ(৩৫) পিতা মোসলেম শেখ গ্রাম-হাজরাকাটি ও রনি বিশ্বাস(২৫) পিতা জবেদ আলী বিশ্বাস গ্রাম বারুইহাটি উক্ত খালে তাদের মাছ ধরতে দেখিয়া জোরপুর্বক খাল হতে ভেড়ীর উপড় আনিয়া হুমকি প্রদর্শন করিতে থাকে এসময় সেলিম নিকারী সরকারী খালে মাছ মারা যাইবে না কেন জিঙ্গাসা করিলের আসামী রনি এবং তুহিন সেলিম নিকারীকে পাজা করিয়া ধরে এসময় ২নং আসামী রনি বিশ্বাস(২৫) তার হাতে থাকা মোবাইল ফোনের দ্বারা ঘেরের অপর বাসায় থাকা সন্ত্রাসী মশিয়ার রহমানকে সংবাদ দিলে ১নং আসামী তাৎক্ষণত ঘটনাস্থলে আসিয়া ২নং ৩নং আসামীদেও হকুম দেই যে শালাদের জীবনের তরে শেষ করে দে বলার সাথে সাথে বাদী সেলিম নিকারীর কান পিট সহ সমস্ত শরীরে ফোলা জখম । উক্ত সময় বাদীর প্রতিবেশী ভাই তারিফ নিকারী মোবাইল ফোনের মাধ্যমে বাদীর পিতা লুৎফর রহমান কে সংবাদ দিলে বাদীর পিতা সহ স্বাক্ষী মো: রুহুল আমিন নিকারী,২:ইউসুপ নিকারী,৩ মো: মুসা নিকারী,৪ রফিকুল নিকারী সর্ব সাং জিয়ালা নলতা থানা-তালা জেলা সাতক্ষীরা সহ অনেকে ঘটনাস্থলে আসিয়া বাদীকে আসামীর হাত হতে উদ্ধার করার চেষ্টা করে। এ সময় ৩নং আসামী বাদী সেলিম নিকারীর কোমরে থাকা গামছা খুলিয়া তার গলায় পেচায়া শ্বাসরুদ্ধ করার চেষ্টা করিলে তার পিতা লুৎফর রহমান(৬৫) আসামীদের হাত হতে সন্তানকে রক্ষা করার চেষ্টা করিলে ১ নং আসামী সন্ত্রাসী মশিয়ার রহমান বাদীর পিতাকে জীবনের তরে শেষ করার উদ্দেশ্য ডান পা দ্বারা স্বজরে বুকে লাথি মারিলে অজ্ঞান হয়ে পানিতে পড়ে যায়।উল্লেখিত স্বাক্ষীরা এক অপরের সহযোগিতায় বাদী ও বাদীর পিতাকে আশাংক্ষজনক অবস্থায় তালা থানার অন্তগত ঘাটের হাটখোলা নামক স্থানে আনিয়া অজ্ঞাত ভ্যান যোগে সরকারী হাসপাতালে আনার পর চিকিৎসার জন্য জরুরী বিভাগে ভর্তি করিয়া দেওয়ার সময় কর্তব্যরত চিকিৎসক বাদীর পিতা লুৎফর নিকারীকে পরীক্ষা নিরীক্ষা করিয়া দেখেন তিনি মৃত করিয়াছেন । পরে স্বাক্ষীরা বাদী সেলিম নিকারীকে হাসপাতালে ভর্তি করিয়া দিয়া থানায় সংবাদ দিলে কর্তব্যরত অফিসার সুরত হাল রিপোট প্রস্তুত করিয়া লাশ ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। ৩ সদস্য বিশিষ্ট ময়না তদন্ত বোর্ড লাশের ময়না তদন্ত সম্পন্ন করেছেন।
সি: সহকারী পুলিশ সুপার(তালা-পাটকেলঘাটা সার্কেল) হুমায়ুন কবির ও তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল জানান,তালা হাসপাতালে চিকিৎসাধীন নিহতের পুত্র সেলিম নিকারী বাদী হয়ে ১ নং স্বাক্ষীর রুহুল আমিন নিকারীর মাধ্যমে থানায় এজাহার প্রেরণ করিলে তা মামলা হিসাবে রেকর্ড করা হয়েছে।তালা থানার মামলা নং ৭ তারিখ ১৮.০৮.২০ ধারা ৩২৩/৩০৭/৩০২ দন্ডবিধি। এবং এজাহার নামীয় ১ নং আসামী মশিয়ার রহমান সরদার কে গ্রেফতার পুর্বক জেল হাজতে প্রেরণ করা হয়েছে।মামলার তদন্তকারী অফিসার এসআই প্রিতীশ কুমার রায় জানান, মামলার অপর ২ আসামী কে গ্রেফতার করার জোর চেষ্টা অব্যাহত রয়েছে।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।