প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২০, ২০২৫, ২:০৩ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১২, ২০২৪, ১২:২৭ এ.এম
সড়ক দুর্ঘটনা প্রতিরোধে শ্রীমঙ্গল উপজেলা দেশ সেরা নিরাপদ সড়ক চাই উপজেলা নির্বাচিত

মো: রবি উদ্দিন (শ্রীমঙ্গল প্রতিনিধি):- জনপ্রিয় জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) এর ১০ম মহা সমাবেশ ঢাকা শিল্পকলা একাডেমিতে অনুষ্টিত হয়। শনিবার ( ১১মে) সকাল ১০টায় ঢাকা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত ১০ম মহা সমাবেশে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে শ্রীমঙ্গল উপজেলাকে দেশ সেরা নিরাপদ সড়ক চাই উপজেলা ঘোষণা করা হয়। নিরাপদ সড়ক চাই এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনের সভাপতিত্বে প্রথান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র্র মন্ত্রী আসাদুজ্জামান খান। সমাবেশে নিসচার চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নূরী, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। সড়ক দুর্ঘটনা প্রতিরোধে বিশেষ ভুমিকা রাখায় নিরাপদ সড়ক চাই শ্রীমঙ্গল উপজেলা দেশ সেরা নির্বাচিত হওয়ায় নিরাপদ সড়ক চাই শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি আমজাদ হোসেন রনির হাতে অতিথিরা সম্মাননা স্মারক তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. হরিপদ রায়, শ্রীমঙ্গল উপজেলা শাখার সহ সভাপতি গোলাম রহমান মামুন, অর্জুন ঘোষ, সাংগঠনিক সম্পাদক মো: আমজাদ হোসেন, দপ্তর সম্পাদক দোলা মিয়া, সদস্য মো: রবি উদ্দিন, মো: আল আমিন মিয়া।
নিউজ রুমঃ News.dainikparibarton@gmail.com অথবা News@dainikparibarton.com
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com