শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০৩:৩১ পূর্বাহ্ন
মোঃ আরিফুল ইসলাম,টাংগাইল জেলা প্রতিনিধি।
টাংগাইল জেলার সখীপুর উপজেলায় কয়েকশত বছরের পুরোনো একটি তেতুল গাছ ভেঙ্গে পড়েছে। উপজেলার দাড়িয়াপুর ইউনিয়নের দাড়িয়াপুর জ্বিনের বাজার এলাকায় আজ সকাল সাড়ে ৮ টার দিকে গাছটি ভেঙ্গে পড়ে। গাছটি ভেঙ্গে রাস্তার উপর পড়ায় যানবাহন ও মানুষের চলাচল বন্ধ হয়ে আছে। তাই গাছটি দ্রুত সরিয়ে রাস্তা মুক্ত করার দাবী জানায় এলাকাবাসী।
গাছটির বয়স কত হতে পারে এমন প্রশ্নের জবাবে দাড়িয়াপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সখীপুর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এস এম শাইফুল ইসলাম শামীম বলেন, গাছটি কত বছরের পুরোনো তা বলা সম্ভব না। আমার দাদাও বলতেন তিনিও নাকি ছোটবেলায় গাছটি এইরকমই দেখেছেন।
দাড়িয়াপুর শাহাবুদ্দিন আহাম্মেদ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক আজাহার আলী জানান, গাছের বয়স সম্পর্কে আমাদের ধারণা নাই। আমার পুর্বপুরুষরাও গাছটির বয়স বলতে পারেনি। সে হিসেবে ধারণা করা যায় গাছের বয়স কয়েকশত বছর হবে।
দাড়িয়াপুর ইউনিয়নের চেয়ারম্যান ও দাড়িয়াপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনসার আলী আসিফ জানান, সকালেই গাছটি ভেঙ্গে পড়ার খবর পেয়েছি। গাছটি অনেক বড় হওয়াও রাস্তা বন্ধ হয়ে আছে। শ্রমিক নিয়ে গাছটি অতিদ্রুত সরানোর জন্য স্থানীয় ইউপি সদস্যকে নির্দেশ দেয়া হইছে।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।