মোঃ আরিফুল ইসলাম,
টাংগাইল জেলা প্রতিনিধি।
টাংগাইলের সখিপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জ্বর, ঠান্ডা, কাশি ইত্যাদি উপসর্গ নিয়ে আসা রোগীদের চিকিৎসা সেবা দেওয়ার জন্য আলাদা করে 'ফ্লু কর্নার' চালু করা হয়েছে। গতকাল রোববার থেকে এই 'ফ্লু কর্নার' চালু করা হয়। চিকিৎসকরা জানান, সখিপুরে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় সংক্রমণ ঠেকাতেই এমন ব্যবস্থা নেয়া হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা নাজমুল হাসান মাসুদ খান জানান, বর্তমানে সারাদেশের মতো সখিপুরেও করোনার প্রাদুর্ভাব বেড়ে গেছে। এই কারনে করোনা ভাইরাসের লক্ষন নিয়ে আসা রোগীদেরকে নিরাপদ দুরত্ব বজায় রেখে 'ফ্লু কর্নারে' চিকিৎসা সেবা দেয়া হচ্ছে এবং প্রয়োজনীয় ওষুদপত্র এখান থেকেই দেয়া হচ্ছে। অন্যান্য রোগীদের জন্য জরুরী বিভাগের সেবা অব্যাহত রাখা হয়েছে। এতে করে করোনার লক্ষন নিয়ে আসা রোগী ও অন্য সাধারণ রোগীর মধ্যে পৃথক স্বাস্থ্যসেবা দেয়া সম্ভব হবে।
নিউজ রুমঃ News.dainikparibarton@gmail.com অথবা News@dainikparibarton.com
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com