কলকাতাঃ কলকাতা: সুখী দাম্পত্য বজায় রাখতে গেলে কারণ-অকারণে রাতে ঘুমোতে যাওয়ার আগে ও সকালে ঘুম থেকে উঠে স্ত্রী'কে সরি বলুন। তবেই বোঝাপড়া ঠিক থাকবে স্বামী-স্ত্রীতে। ভিকি কৌশলকে এমনই টোটকা দিয়েছিলেন অভিষেক বচ্চন। সম্প্রতি একটি সাক্ষাৎকারে এমনই জানিয়েছেন অভিনেতা। প্রসঙ্গত, ২০২১ সালের ৯ ডিসেম্বর ক্যাট্রিনা কাইফের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন ভিকি। তাঁদের দাম্পত্য় জীবন নিয়ে অনুরাগীদের কৌতুহলও কম নয়।
সম্প্রতি 'জ়রা হটকে, জ়রা বাঁচকে'-র ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে, তাঁকে প্রশ্ন করা হয়েছিল, তিনি যদি ক্যাটরিনার চেয়েও ভাল কাউকে পান, তাহলে কি ক্যাটরিনাকে ডিভোর্স দেবেন? এই প্রশ্ন শুনে হেসে ফেলে সারা, চোখ ঢেকে মুখ নিচু করে হাসতে থাকেন ভিকিও। তারপরে হাসি সামলে তিনি বলেন, 'রাতে বাড়ি ফিরতে হবে তো আমায়.. নাকি। আর আমি এখনও ছোটো, আমায় একটু বড় হতে দিন। তবে, আমাদের সম্পর্কটা সাত জন্মের।'
উল্লেখ্য়, সোমবার মুক্তি পেল ভিকি কৌশল (Vicky Kaushal) ও সারা আলি খান (Sara Ali Khan) অভিনীত নতুন ছবি 'জরা হটকে জরা বঁচকে' (Zara Hatke Zara Bachke)-এর ট্রেলার। ছবির ট্রেলার শুরুই হচ্ছে ভিকি কৌশল ও সারা আলি খানের প্রেমে ভরা ফ্ল্যাশব্যাক বিবাহিত জীবন দিয়ে। তারপর কয়েক বছর পেরিয়ে বর্তমান সময়ের ছবি দেখা যায়, যেখানে তাঁরা বিবাহবিচ্ছেদের পথে হাঁটছেন। কিন্তু তাঁদের আশেপাশের লোকজন কিছুতেই বুঝছেন না যে কেন তাঁরা একসঙ্গে থাকতে চান না। এছাড়া ট্রেলারেই দেখা মিলল একাধিক ডান্স নাম্বারেও। জনপ্রিয় গান 'তুম কেয়া জানো মহব্বত কেয়া হ্যায়'-র নয়া সংস্করণও শুনতে পাওয়া গেল। ছবির ট্যাগলাইন বলছে, 'ইস বার, সারি হদে হোঙ্গি পার, যব ডিভোর্স হোগা সপরিবার।' সময়ের সঙ্গে সঙ্গে কপিল ও সৌম্যার বিবাহিত জীবনের রং কেন ফিকে হয়ে গেল, জানতে ২ জুন হলমুখী হতে হবে দর্শকদের।
ভিকি কৌশল ও সারা আলি খানকে এই প্রথম একসঙ্গে কাজ করতে দেখা যাবে। তাঁদের এই জুটি নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনা প্রথম থেকেই ছিল চরমে। লক্ষ্মণ উতেকরের ছবির নামও এতদিন প্রকাশ্যে আসেনি। ১৪ মে, অর্থাৎ গতকাল আনুষ্ঠানিকভাবে ছবির নাম ঘোষণা হয়।
নিউজ রুমঃ [email protected] অথবা [email protected]
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com