দেশের সকল নিবন্ধিত রাজনৈতিক দলকে প্রধান উপদেষ্টার মতবিনিময়ে ডাকার আহবান জানিয়েছে বাংলাদেশ কংগ্রেস। দলের বাংলা মটরস্থ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় দলটির পক্ষ থেকে এ দাবী জানানো হয়।
দলের চেয়ারম্যান এ্যাডঃ কাজী রেজাউল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বাংলাদেশ কংগ্রেসের নেতৃবৃন্দ বলেন, বৈষম্য নিরসনের জন্য এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে। আশা করা যায় এই সরকার নতুন কোন বৈষম্য সৃষ্টি করবে না। প্রধান উপদেষ্টার মতবিনিময়ে সকল দলকে সমান গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে। মুষ্টিমেয় কয়েকটা দলের সাথে মতবিনিময় করে যেন পর্ব শেষ না করা হয়।
দলের মহাসচিব এ্যাডঃ মোঃ ইয়ারুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় নেতৃবৃন্দ আরো বলেন, সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানসহ বিভিন্ন সংলাপে মাত্র কয়েকটি দলকে ডাকা হচ্ছে। এটা এক ধরণের নতুন বৈষম্য। বাংলাদেশ কংগ্রেস স্বৈরাচার আওয়ামী সরকারের পতনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে স্বক্রিয় ভূমিকা রেখেছে এবং বর্তমান সরকারকে সর্বাত্মক সমর্থন দিয়েছে।
সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ কংগ্রেসের ভাইস চেয়ারম্যান এ্যাডঃ মোঃ আব্দুল আওয়াল, যুগ্ম মহাসচিব আব্দুল্লাহ আল মামুন, অর্থ সম্পাদক প্রভাষক মোস্তফা আনোয়ার ভূইয়া রিপন, দপ্তর সম্পাদক মোঃ তুষার রহমান, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক এ্যাডঃ আব্দুর রউফ খান, কৃষি, খাদ্য ও সমবায় বিষয়ক সম্পাদক মোঃ তোফায়েল আহমেদ, যুগ্ম অর্থ সম্পাদক মোঃ রেদোয়ান আহমেদ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক হাসান শেঠ, যুগ্ম সমাজ সেবা ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মোঃ আবু জাফর, শ্রমিক কংগ্রেসের কেন্দ্রীয় সদস্য সেলিম রেজা বাচ্চু প্রমুখ।
নিউজ রুমঃ [email protected] অথবা [email protected]
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com