মো: রবি উদ্দিন
শ্রীমঙ্গল প্রতিনিধি:
তালামীযে ইসলামিয়া চায় এদেশের ছাত্রসমাজ সততা ও ন্যায়বোধ নিয়ে জীবনকে পরিচালিত করবে। এ লক্ষ্যে এ সংগঠন নানা কর্মকাণ্ডের মাধ্যমে ছাত্রসমাজের মধ্যে প্রেরণা যুগিয়ে যাচ্ছে।
০২আগস্ট ২০২৫ ঈসায়ী, সকাল ১১ ঘটিকায়, শ্রীমঙ্গল আলিয়া মাদ্রাসা হল রুমে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া শ্রীমঙ্গল উপজেলা আয়োজিত দাখিল ও এসএসসি কৃতী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক মারুফ আহমেদ ও
বিশেষ অতিথির বক্তব্যে রাখেন মৌলভীবাজার জেলা তালামীযের সভাপতি জামাল আহমেদ।
তালামীযে ইসলামিয়া শ্রীমঙ্গল উপজেলার সভাপতি মোঃ নাজমুল ইসলাম- এর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক শায়েল আহমেদ ও সহ সাধারণ সম্পাদক মো.তোফাজ্জল হোসেন ইমন- এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন শ্রীমঙ্গল পৌর আল ইসলাহ সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস নিজামি হুজুর ও সাধারন সম্পাদক মাওলানা শামসোদ্দোহা খান আবু বকর, জেলা তালামীযের সহ সভাপতি মোঃ আবুল কাশেম, অফিস সম্পাদক- হাফিজ রুমেন চৌধুরী, শ্রীমঙ্গল উপজেলা তালামীযের সাবেক সভাপতি ও ভূনবীর ইউনিয়ন আল ইসলাহ সভাপতি মাওলানা জায়নুল আবেদীন সাহেব, নবীগঞ্জ সরকারি কলেজে- সমাজ বিজ্ঞান বিভাগের প্রভাষক মাইনুল ইসলাম জাকির, ৩নং শ্রীমঙ্গল ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রহমান খান পাশা।
এছাড়া আরো উপস্থিত ছিলেন : শ্রীমঙ্গল পৌর আল ইসলাহ সহ সাধারণ সম্পাদক মাওলানা রাশিদ আলী সাহেব, শ্রীমঙ্গল আলিয়া মাদ্রাসা ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মাওলানা আব্দুল লতিফ সাহেব, জেলা আল ইসলাহ সদস্য মাওলানা আশরাফ উদ্দিন সাহেব, শ্রীমঙ্গল পৌর আল ইসলাহ অফিস সম্পাদক- হাবিবুর রহমান শাহজাহান, সোনার বাংলা রোড আল ইসলাহ সভাপতি- ফয়সাল আহমেদ,
বিলাশেরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক আব্দুল হক, শ্রীমঙ্গল আলিয়া মাদ্রাসা শিক্ষক- মাওলানা মুজিবুর রহমান, উপজেলা তালামীযের সহ সভাপতি জুনায়েদ আহমদ, সাবেক অর্থ সম্পাদক আব্দুস সাত্তার, সাংগঠনিক সম্পাদক- রুহুল আমিন, সহ সাধারণ সম্পাদক শামীম আহমেদ, অর্থ সম্পাদক আফজল হোসেন, উপজেলা তালামীযের সামছুল হক, শহর শাখার সাধারণ সম্পাদক- মোঃ হৃদয় আলম, আলিয়া মাদ্রাসা শাখার সভাপতি ফয়সাল আহমেদ, সাধারণ সম্পাদক আরাফাত ইসলাম, শহর শাখার সাংগঠনিক সম্পাদক- ইমাদ হাসান, অফিস সম্পাদক, সামাউন আহমেদ, শ্রীমঙ্গল ইউনিয়ন শাখার সভাপতি গোফরান আহমেদ, সিন্দুখান ইউনিয়ন সভাপতি- মোজাম্মিল হোসেন,আশিদ্রোন ইউনিয়ন সভাপতি আফজল হোসেন, আশিদ্রোন ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক আব্দুস ছামাদ, কাতার প্রবাসী রমজান আলী প্রমুখ।
নিউজ রুমঃ News.dainikparibarton@gmail.com অথবা News@dainikparibarton.com
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2025 dainikparibarton.com