শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০১ পূর্বাহ্ন
মো: রবি উদ্দিন
শ্রীমঙ্গল প্রতিনিধি :
শ্রীমঙ্গলে স্বেচ্ছায় রক্তদানকারী সংগঠন “Be There for Blood”-এর তিন বছর পূর্তি উপলক্ষে ত্রৈবার্ষিক রক্তবন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫ জুলাই) বিকেল ৫টায় শহরের শাদি মহলের হলরুমে সংগঠনের সভাপতি মো. মাহদী রাশীদ এর সভাপতিত্বে এবং দেবরাজ দত্তের সঞ্চালনার শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. শাফি খান।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল সরকারি কলেজের প্রভাষক মো. ফজলুল হক, শ্রীমঙ্গল সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ লোকমান হোসেন এবং দি নিউ লাইফ হাসপাতালের চেয়ারম্যান ডা. মো. নাজেম আল কোরেশী রাফাত।
অনুষ্ঠানে অতিথিদেরকে সংগঠনের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। পরে সংগঠনের তিন বছরের সাফল্য, কার্যক্রম ও সংগ্রামের গল্প নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
অনুষ্ঠান শেষে ধন্যবাদ জ্ঞাপন ও সমাপ্তি ঘোষণা করেন সংগঠনের সহ-সভাপতি মো. হৃদয় আমল।
উল্লেখ্য, “Be There for Blood” প্রতিষ্ঠার পর থেকে শ্রীমঙ্গলে রক্তদান সচেতনতা বৃদ্ধিতে এবং বিপদাপন্ন রোগীদের রক্ত সহায়তায় অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।