মৌলভীবাজার জেলা প্রতিনিধি :
সরকারি খাস খতিয়ানের ৪.৮১ একর ভূমি গত ২৫.০২.২০২৫ ইং তারিখে দাখিলকৃত ৩৩০১৬১৬ নং নামজারির আবেদনের মাধ্যমে সুভাষ পাল নামীয় ব্যক্তি নিজ নামে খারিজের জন্য আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে শ্রীমঙ্গল সদর ভূমি অফিসের তহশিলদার জনাব আব্দুস শহীদ বেআইনিভাবে বড় অংকের টাকার বিনিময়ে প্রস্তাবিত খতিয়ানসহ রিপোর্ট প্রেরণ করেন। উক্ত নামজারিটি সম্পাদন হলে সরকারের সম্পত্তি বেহাত হবে।
প্রশ্ন হলো শ্রীমঙ্গল সদরের তহশিলদার আব্দুস সহিদ সাহেব কিসের বিনিময়ে সরকারি খাস খতিয়ানের প্রায় ৫ একর ভূমি বেআইনিভাবে নামজারির জন্য প্রস্তাব প্রেরণ করেন? আরো জানা যায় তিনি ইতিপূর্বে তার পুরাতন কর্মস্থল ভূনবীর ইউনিয়ন ভূমি অফিসে থাকাবস্থায় অফিসের নাগের ডগায় সরকারি খালের উপর দোকান ঘর নির্মানের অনুমতি প্রদান করেন যা নিয়ে অত্র এলাকার এলাকাবাসী বিগত ০১/০৩/২০২৫ ইং তারিখে মানব বন্ধন করেন।
বাস্তবে দেখা যায় ইমদাদ নামক উনার ব্যক্তিগত সহকারী যে সরকারি চাকুরীজীবি নয় তার দ্বারা তিনি সকল যাবতীয় কাজ কর্ম সম্পাদন করেন।
এ রকম দুর্নীতিবাজ তহশিলদারের বিরুদ্ধে কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা গ্রহণ না করলে সরকারের কোটি কোটি টাকার সম্পত্তি বেহাত হবে।
নিউজ রুমঃ News.dainikparibarton@gmail.com অথবা News@dainikparibarton.com
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com