স্টাফ রিপোর্টার :-
শ্রীমঙ্গলে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১৬ ফেব্রুয়ারি হবিগঞ্জ রোডস্থ উত্তর উত্তরসুর এলাকায় জাগরণ যুব সংঘের আয়োজনে দুপুর ১ টায় শুরু হয়ে দিনব্যাপী এ ফ্রি মেডিকেল ক্যাম্পে গরীব ও দুস্থদের মাঝে বিনামূল্যে ঔষদ বিতরণ, ব্লাড প্রেসার ও ব্লাড সুগার পরিমাপ, রক্তের গ্রুপ নির্নয় ও রোগীদের অভিজ্ঞ ডাক্তারদের চিকিৎসা পরামর্শ দেয়া হয়। এতে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সাবেক সিভিল সার্জন ডাক্তার নিশীত নন্দী মজুমদার, সিলেট উইমেনস মেডিকেল কলেজের গাইনি এন্ড অবস ডাক্তার মুনমুন পাল, সিলেট নুরজাহান হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার জয়তোষ দেব জয়, ই¯পাহানি মির্জাপুর বাগানের ডিএমএফ ইন্দ্রজিৎ কৈরী প্রমুখ।
নিউজ রুমঃ News.dainikparibarton@gmail.com অথবা News@dainikparibarton.com
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com