মো: রবি উদ্দিন
শ্রীমঙ্গল প্রতিনিধি
বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাজী মুজিবুর রহমান চৌধুরী গত শনিবার রাতে উপজেলার খাইছড়া চা বাগানে দুর্গা মন্ডপসহ বিভিন্ন পুজা মন্ডপে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মত বিনিময় কালে হিন্দু ধর্মালম্বী চেয়ারম্যানদের বিরুদ্ধে মামলা দেয়া ও হুমকীতে তারা ও তাদের অনুসারিদের মধ্যে আতংক ছড়িয়ে পড়েছে। পূজা মন্ডপে হাজী মুজিবের বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে চারিদিকে নিন্দার ঝড় ওঠে। এ ঘটনায় চা বাগানের তিনজন চেয়ারম্যান রোববার সকালে সাবেক পৌরসভার মেয়র ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি মহসিন মিয়া মধু এর বাসভবনে জড়ো হয়ে হাজী মুজিবের এহেন হুমকিতে তারা নিরাপত্তাহীনতায় ভোগতেছেন বলে জানিয়েছেন।
হাজী মুজিবের ধর্মীয় উষ্কানিমূলক বক্তব্য দেয়ার প্রতিবাদে রোববার (১৩ অক্টোবর) দুপুরে পৌর মেয়র তার নিজ বাস ভবন মহসিন নিবাসে এক সংবাদ সম্মেলনে তিনি বিএনপি কেন্দ্রীয় নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করে হাজী মুজিবের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে অনুরোধ করে বলেন,'শ্রীমঙ্গল শান্তি ও সম্প্রীতির স্থান - এখানে কোন সন্ত্রাসী কর্মকান্ড, ধর্মীয় উষ্কানি দিয়ে সাম্প্রদায়িকতা সৃষ্টির যে কোন অপচেষ্টা আমরা কঠোর হস্তে প্রতিহত করতে বদ্ধ পরিকর।
তিনি বলেন, বৈষম্য বিরোধী ছাত্র-জনতার জুলাই বিপ্লবের মাধ্যমে স্বৈরাচারি হাসিনার পতনের পর দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ গণতান্ত্রিক সমমনা দল সমর্থিত সরকার এখন দেশে রয়েছে। দেশ ও সরকারকে অস্থিতিশীল করতে দেশ ও পাশের দেশ থেকে নানাবিধ ষড়যন্ত্র চলছে। মহসিন মিয়া অভিযোগ করে বলেন,'হাজী মুজিব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারমান দেশনায়ক তারেক রহমানের নাম ভাঙ্গিয়ে উপজেলার রাজঘাট ইউপি চেয়ারম্যান বিজয় বুনার্জী,কালিঘাট ইউপি চেয়ারম্যান প্রাণেশ গোয়ালা ও সাতগাঁও ইউপি চেয়ারম্যান দেবাশীষ দেব রাখু এই সংখ্যালঘু তিনটি ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলার হুমকি ও ভয়ভীতি দেখান। এতে করে বর্তমান দূর্গোৎসব চলাকালে সনাতন ধর্মবলম্বী ও চা বাগানের সাধারণ শ্রমিকদের মধ্যে আতংক, ভীতি ও অসন্তোষ বিরাজ করছে। হাজী মুজিবের এহেন হুমকির কারণে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের অনেক লোকজন অভিযোগ নিয়ে এসেছেন। আমি একজন বিএনপির কর্মী হিসেবে হাজী মুজিবের এহেন কর্মকান্ডের তীব্র নিন্দা জানাই'।
তিনি বলেন, 'বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) একটি অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী রাজনৈতিক দল। বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এ দলের প্রতিষ্ঠাতা। তার হাত ধরে দলটিতে এদেশের সকল ধর্ম বর্ণ ও পেশার মানুষের সমাগম ঘটেছে। মহসিন মিয়া মধু হাজী মুজিবের এহেন অরাজনৈতিক সুলভ আচরণ ও সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়ানোর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহনে বিএনপির কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দের হস্তক্ষেপ কামনা করেন।
এ ব্যাপারে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাজী মুজিবুর রহমান চৌধুরী এর নিকট বক্তব্য জানতে চাইলে তিনি এ ব্যাপারে কোন মন্তব্য করতে রাজি নন বলে মুঠো ফোনের লাইন কেটে দেন।
নিউজ রুমঃ [email protected] অথবা [email protected]
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com