মো: রবি উদ্দিন
শ্রীমঙ্গল প্রতিনিধি
১৪ মার্চ ২০২৫ ইং তারিখে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প এর আওতায় ৬৯ জন সুফলভোগীদের মাঝে বকনা (গরু) ০১ টি করে বিতরন করা হয়। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, শ্রীমঙ্গল এর কার্যালয়ে।
উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো: ইসলাম উদ্দিন, ৪নং সিন্দুরখাঁন ইউনিয়ন চেয়ারম্যান ইয়াছিন আরাফাত রবিন, উপজেলা প্রাণিসম্পদ কমকর্তা (ভারপ্রাপ্ত) ডা: সাবিনা ইয়াসমিন, সিনিয়র মৎস্য কর্মকর্তা বিনয় কুমার রায়,( উপজেলা কৃষিবিদ), শ্রীমঙ্গল উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আলা উদ্দীন, প্রাণিসম্পদ সম্প্রসারণ কমকর্তা ডাঃ সম্পদ সিংহ ও শ্রীমঙ্গল প্রাণী সম্পদ দপ্তর এবং ভেটোরিনারি হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় আমি গরু ও দানাদার খাদ্য পেয়ে উপকৃত। রাজঘাট ইউনিয়নের মঘলাম বস্তির দীপেন সবর জানান আমি খুব আনন্দিত এবং খুব উপকৃত। এই গরু পালন করে আমি আমার গরুর দুধের চাহিদা পূরন করতে পারবো এবং গরু পালন করে স্বাবলম্বী হতে পারমো। তাছাড়া দানাদার খাদ্য পেয়ে আমি অনেক উপকৃত হয়েছি।
প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সিন্দুরখান ইউনিয়নের জাম্বুরাছড়ার সবিতা সাওতাল গরু ও দানাদার খাদ্য পেয়ে জানান, আমি খুব গরিব একজন পরিবারের সন্তান।আমি কৃষিকাজ করে ফ্যামিলি চালাই।ফ্রি গরু ও দানাদার খাদ্য পেয়ে আমি আনন্দিত এবং খুব উপকৃত। এই গরু পালন করে আমি আমার গরুর দুধের চাহিদা পূরন করতে পারবো এবং গরু পালন করে স্বাবলম্বী হতে পারবো। তাছাড়া দানাদার খাদ্য পেয়ে আমি অনেক উপকৃত হয়েছি।
নিউজ রুমঃ News.dainikparibarton@gmail.com অথবা News@dainikparibarton.com
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com