বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৮:৩৭ পূর্বাহ্ন
বিশেষ প্রতিনিধি- রেজাউল করিম সবুজ। সাতক্ষীরা শ্যামনগর উপজেলার ভুরুলিয়া ইউনিয়নে খাদ্যশস্য, মসলা তেলবীজ উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় মাঠ দিবস পালন করা হয়েছে। শনিবার বিকালে শ্যামনগর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার ভূরুলিয়া ইউনিয়নের সিরাজপুর গ্রামে মাঠ দিবস অনুষ্ঠিত হয়। উপসহকারী কৃষি অফিসার মোঃ মহিউদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শ্যামনগর উপজেলা কৃষি অফিসার মোঃ নাজমুল হুদা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সহকারী কৃষি সম্প্রারণ কর্মকর্তা কাজী আরিফুল হক এ সময় উপস্থিত ছিলেন উপজেলার সহকারী কৃষি অফিসা’রা এ সময় ভূরুলিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে কয়েক শতাধিক কৃষক কৃষাণীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। মাঠ দিবসে অতিথিরা বলেন, সরকারের পাশাপাশি কৃষকের আগ্রহ থাকলে আগামীতে খাদ্যশস্য, তেলবীজ, মসলা জাতীয় ফসলের উৎপাদন করে নিজেদের চাহিদা নিজেরাই পূরণ করতে পারবে। মাঠ দিবস অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার মোঃ নাজমুল হুদা বলেন, আমাদের দেশ বেশকিছু খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হলেও খাদ্যশস্য, তেলবীজ, মসলা জাতীয় খাদ্য উৎপাদনে এখনো স্বয়ংসম্পূর্ণ নয়। এখনো বিদেশ থেকে অনেক খাদ্যশস্য, তেলবীজ, মসলা জাতীয় খাদ্য আমদানি করতে হয়। আমদানি কমাতে খাদ্যশস্য, তেলবীজ, মসলা জাতীয় ফসলের উৎপাদন বাড়াতে সরকার প্রণোদনাসহ বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছেন। সরকার চাইছে আমাদের কৃষকেরা নিজেরাই আবাদ করে, খাদ্যশস্য, তেলবীজ, মসলা জাতীয় ফসল উৎপাদনে সফল হবে। তাহলে অনেক বৈদেশিক মুদ্রা বেঁচে যাবে। কৃষকের খাদ্যশস্য, তেলবীজ, মসলা জাতীয় ফসল উৎপাদনে আগ্রহ বাড়াতেই এই মাঠ দিবসের আয়োজন করা হয়েছে। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা কৃষি অফিসার বলেন, ধান, গম, সরিষা, তীর, সূর্যমূখী, পেঁয়াজ, আদা, হলুদ, মরিচসহ বেশ কিছু সব আমদানি করতে হয়। সামনের দিনগুলোতে আমদানি কমাতে এবং খাদ্যশস্য, মসলা, তেলবীজ জাতীয় ফসল উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হওয়ার জন্য আজকের এই আয়োজন গ্রহণ করা হয়েছে। সকল কৃষককে খাদ্যশস্য উৎপাদনের পাশাপাশি মসলা জাতীয় ফসলের উৎপাদন বাড়াতে হবে। তাহলে আমাদের বিদেশের উপর আর নির্ভর করতে হবে না।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।