মোঃ শিহাব উদ্দিন,গোপালগঞ্জঃ
সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ ত্যাগে বাধ্য করা এবং তাকে দ্রুত দেশে ফিরিয়ে আনার জোর দাবিতে প্রতিবাদ সভা ও বিক্ষোভ সমাবেশ পালন করেছে গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দরা।
গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির উদ্যোগে বুধবার (১৪ আগস্ট) সকাল সাড়ে ১০টায় জেলা আইনজীবী সমিতির সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব গোপালগঞ্জের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে জেলা আইনজীবী সমিতির বারবার নির্বাচিত সভাপতি ও জেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক এড. এম এম নাসির আহমেদের সভাপতিত্বে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। জেলা আইনজীবী সমিতির বারবার নির্বাচিত সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এড. এম জুলকদর রহমানের সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা এড. মুন্সী আতিয়ার রহমান, সাবেক সাধারণ সম্পাদক এড. আজগর আলী খান, আইনজীবী সমিতির বর্তমান সভাপতি এড. এম এম নাসির আহমেদ, এড. কামাল প্রমুখ।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে দেশ ত্যাগে বাধ্য করা, তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের ও জাতীয় শোক দিবস (১৫ আগস্ট) এর ছুটি বাতিলের প্রতিবাদে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। এসময় বক্তারা আওয়ামী পন্থী ও স্বাধীনতার স্বপক্ষের আইনজীবী সহ সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে কঠোর আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনাকে দ্রুত দেশে ফিরিয়ে আনার আশাবাদ ব্যক্ত করেন। এছাড়া সংবিধানে উল্লেখিত ১৫ আগস্ট এ জাতীয় শোক দিবসের সাধারণ ছুটি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক বাতিল করার প্রতিবাদে আইনজীবীরা ১৫ আগস্ট দিনব্যাপী কর্ম বিরতি পালন করবেন এবং গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ কর্তৃক গৃহীত সকল কর্মসূচি পালনে একাত্মতা প্রকাশ করে ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের দিন সকালে টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর তাঁর রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেওয়ার ঘোষণা দেন।
এসময় গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির বারবার নির্বাচিত সভাপতি এড. সুনীল কুমার দাস, আইনজীবী সমিতির বারবার নির্বাচিত সভাপতি ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এড. চৌধুরী খসরুল আলম, সিনিয়র আইনজীবী এড. কাজী মেজবাহ উদ্দিন, সিনিয়র আইনজীবী এস এম মুনীর হিটলার, সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এড. মতিয়ার রহমান, কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এড. ফারুক আহমেদ সহ বিপুল সংখ্যক আইনজীবী উপস্থিত ছিলেন।
নিউজ রুমঃ [email protected] অথবা [email protected]
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com