(আফতাব মেহেদী গালিব, লক্ষীপুর পৌরসভা প্রতিনিধি) লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চর পোড়াগাছা ইউনিয়নের শেখের কেল্লার সাথে অবস্থিত ডাক্তার মাহবুবুর রহমান হাই স্কুলের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন উক্ত স্কুলের সভাপতি ডা: মাহবুবুর রহমান। সহ-সভাপতি বাচ্চু মিয়া, স্কুলের প্রধান শিক্ষক মোঃ মামুন, শিক্ষানুরাগী মাসুদুর রহমান আরিফ সহ স্কুলের পরিচালনা কমিটির বাকি সদস্যরা। বর্তমান এ স্কুলের ছাত্র ও ছাত্রী সংখ্যা ৬০০ অধিক। সাধারণ সভাই চলতি ২০২৩ সালে শিক্ষার মান উন্নয়নে কাজ করার বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়। উক্ত আলোচনা সভায় উপস্থিত শিক্ষানুরাগী মাসুদুর রহমান আরিফ বলেন উপকূলীয় এলাকায় এ স্কুলের গত বছর পাশের হার অত্যন্ত ভালো হয়েছে। পরিচালনা কমিটি ছাড়া ও বিত্তবান অভিভাবকদের স্কুলের সার্বিক সহযোগিতা এগিয়ে আসার আহ্বান জানান। পাশাপাশি শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে সরকার বিভিন্ন বরাদ্দ পাওয়ার আশা ব্যক্ত করেন।
নিউজ রুমঃ News.dainikparibarton@gmail.com অথবা News@dainikparibarton.com
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com