মোঃ রাসেল হোসেন, বরিশাল:
স্বেচ্ছায় অসহায় সুবিধা বঞ্চিত মানুষকে শুক্রবার এর হোটেল নাম করন করে একটি সুন্দর কার্যক্রম পালন করছে কিছু সংখ্যক মানবিক মানুষ, গত শুক্রবার ২২ সেপ্টেম্বর ২০২৩ ইং তারিখে তাদের কার্যক্রম এর দ্বিতীয় দিনের মত প্রায় ৭০ জন অসহায় সুবিধা বঞ্চিত মানুষ এর মুখে হাসি ফোটাতে তাদের মাঝে খাবার বিতরণ করা হলো। গত কাল পবিত্র জুম্মার নামাজের পরে এই আয়োজন করা হয়, এতে করে আয়োজিত সকলে খুবিই আনন্দের সাথে ৭০ জন অসহায়ের মুখে হাসি ফুটান এবং তাদের মানসম্মত বিতরণ করেন এই খাবার খেয়ে খুবিই খুশি হন ওই সকল অসহায় ব্যাক্তিগন এবং তারা প্রাণ খুলে আয়োজিত ব্যাক্তিগনের এই উদ্যোগের মঙ্গল কামনা করেন।
উক্ত শুক্রবারের হোটেলে পরিচালনা করেন: মাইদুল ইসলাম রনি, প্রতিষ্ঠাতা ও পরিচালক। মোঃ জুয়েল চৌধুরী প্রতিষ্ঠাতা কালীন সদস্য, মোঃ মিঠু প্রতিষ্ঠাতা কালীন সদস্য, মোঃ জাহিদ সরদার কমিশনার ১ নং ওয়ার্ড, মোঃ মোখলেস, মোঃ সহিদুল আকন, মোঃ নাসির এবং নাঈম সেরনিয়াবাত (প্রতিষ্ঠাতা ও পরিচালক
আগৈলঝারা ব্লাড ডোনার্স গ্রুপ)।
তাদের অক্লান্ত পরিশ্রম ও সহযোগিতায় আয়োজন হয়েছে শুক্রবারের হোটেল এবং তারা বলেন: সকলের সহযোগিতা পেলে আমাদের কার্যক্রম আরো বৃদ্ধি করবো এবং আরো বেশি অসহায় সুবিধা বঞ্চিত মানুষকে আমাদের হোটেলে খাবার খাওয়াবো তাদের এই মহৎ উদ্যোগে আমরাও শুভ কামনা জানাচ্ছি তাদের এই কার্যক্রম আরো দীর্ঘ দিন যাবত পালিত হইক সেই কামনা করছি।
নিউজ রুমঃ News.dainikparibarton@gmail.com অথবা News@dainikparibarton.com
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com