হাসান আলী সোহেল নিজস্ব প্রতিবেদক:
"মাতৃদুগ্ধকে অগ্রাধিকার দিন, টেকসই সহায়ক ব্যবস্থা গড়ে তুলুন" প্রতিপাদ্য সারাদেশের মতো নাটোরের বাগাতিপাড়াতেও বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত হচ্ছে।
সোমবার (২৫ আগস্ট) উপজেলা স্বাস্থ্য বিভাগ ও স্থানীয় প্রশাসনের যৌথ আয়োজনে সকালে দিবসটি উপলক্ষে একটি র্যালি বের করা হয়। পরে স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডঃ সূচনা মনোহারা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন। অন্যান্য মধ্যে আরও উপস্থিত ছিলেন,কৃষি কর্মকর্তা ড.ভবসিন্দু রায়, মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাজনীন আখতারী, পরিবার পরিকল্পনা কর্মকর্তা জামিউর রহমান, সমবায় কর্মকর্তা ইবনে জামান মোঃ ফয়জুল কবীর,মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিন আখতার, উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি প্রভাষক আরিফুল ইসলাম তপু।
এতে বক্তারা বলেন, শিশুর সঠিক বৃদ্ধি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য মায়ের দুধের কোনো বিকল্প নেই।
আলোচনা সভায় উপজেলার স্বাস্থ্যকর্মী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকেরা অংশ নেন।
সপ্তাহব্যাপী এ কর্মসূচির অংশ হিসেবে জনসচেতনতামূলক প্রচারণা, লিফলেট বিতরণ এবং স্বাস্থ্যকেন্দ্রে বিশেষ কাউন্সেলিং কার্যক্রম পরিচালিত হবে বলে জানান আয়োজকরা।
হাসান আলী সোহেল নিজস্ব প্রতিবেদক
মোবাঃ ০১৭৭২৮৬২৫৭৯
তারিখ- ২৫-০৮-২০২৫খ্রী.
নিউজ রুমঃ News.dainikparibarton@gmail.com অথবা News@dainikparibarton.com
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2025 dainikparibarton.com