ডেস্ক রিপোর্টঃ
বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার সঙ্গে সংহতি জানিয়ে রাজপথে নেমেছিলেন শোবিজের একদল তারকাশিল্পী। কথা বলেছেন, বিগত সরকারের (শেখ হাসিনা) নানা অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে। আবার একদল শিল্পী ছিলেন নীরব ভূমিকায়। তারা দলীয় (আওয়ামী লীগ) ট্যাগে শিক্ষার্থীদের বিপক্ষে কথা বলেছেন। অবস্থান নিয়েছিলেন সরকারের পক্ষে। গেল ৫ আগস্ট শেখ হাসিনার ক্ষমতাচ্যুতর পর তাদের নিয়ে চলছে নানা সমালোচনা।
এর মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ভাইরাল হয়েছে শিল্পীদের হোয়াটসঅ্যাপ গ্রুপের কিছু স্ক্রিনশট। যেখানে দেখা গেছে, আন্দোলনকারীদের ওপর গরম পানি ঢেলে দেওয়ার কথা বলেছেন অভিনেত্রী অরুণা বিশ্বাস।খোঁজ নিয়ে জানা যায়, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত ও সংসদ সদস্য ফেরদৌসের নেতৃত্বে ‘আলো আসবেই’ নামক একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করা হয়। আর এই গ্রুপে অভিনেত্রী অরুণা বিশ্বাস, সোহানা সাবার অবস্থান ছিল ছাত্রদের আন্দোলনের বিপক্ষে! তারা মত দেন যেভাবেই হোক আন্দোলন থামাতে হবে।‘আলো আসবেই’ গ্রুপে ফেরদৌসের পাশাপাশি সক্রিয় ছিলেন অভিনেত্রী অরুণা বিশ্বাস, তানভীন সুইটি, তারিন জাহান, শামীমা তুষ্টি, নায়ক রিয়াজ, সাজু খাদেম, সোহানা সাবাসহ অনেকে।
এদিকে, বিষয়টি ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ঝড় উঠেছে। আওয়ামী লীগ’খ্যাত তারকাশিল্পীদের এই গ্রুপে নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীকে নিয়েও কথা হয়।
ফলে ফারুকী বিষয়টি স্বাভাবিকভাবে নেননি। এটিকে মানবতাবিরোধী আখ্যা দিয়ে তিনি সরকারের দৃষ্টি আকর্ষণ করে সামাজিক মাধ্যমে এর বিচার চেয়েছেন।
নিউজ রুমঃ [email protected] অথবা [email protected]
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com