নিজস্ব প্রতিবেদক
শাহবাগ থানার পিছনে জব্দ পুরোনো যানবাহনে আগুন
রাজধানীর শাহবাগ থানার পেছনে পুলিশের জব্দ করা পুরোনো গাড়িতে আগুন লেগেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে।
মঙ্গলবার (০৫ মার্চ) ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে ডিউটি অফিসার রাফি আল ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ডিএমপি থেকে খবর পাওয়া যায় শাহবাগ থানার পেছনে জব্দ করা পুরাতন যানবাহন ও যন্ত্রাংশে আগুন লেগেছে। বিকেল পৌনে ৩টায় বিষয়টি জানতে পেরে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে তিনটি ইউনিট পাঠানো হয়। তবে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি।
নিউজ রুমঃ [email protected] অথবা [email protected]
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com