স্বপন রবি দাস,হবিগঞ্জ জেলা প্রতিনিধি:
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে থানা পুলিশের অভিযানে পরোয়ানা ভুক্ত ও নিয়মিত মামলার ৩ জন আসামি গ্রেফতার।
গতকাল শনিবার (০৫অক্টোবর) রাতে শায়েস্তাগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ দিলিপ কান্ত নাথ এর দিকনির্দেশনায় এসআই মোঃ জহিরুল ইসলাম,এসআই আবুল কাশেম, এএসআই আল মামুন নেতৃত্বে এলাকায় অভিযান পরিচালনা করে ৩জন আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেপ্তারকৃত আসামি হলো- সিআর নং-১৩২/২৪ মামলা উপজেলার সুদিয়াখলা গ্রামের আ: সালামের মেয়ে তসলিমা আক্তার(২৮)।
ফৌজদারী আপিল মামলা নং-১৮/২০২৩ ০১মাসে ২০ দিনের সাজাপ্রাপ্ত আসামি ব্রাম্মনডোরা গ্রামের মৃত তাহির মিয়া ছেলে আজদু মিয়া(৩০)।
নিয়মিত মামলা নং-০৬ তাং-২২/০৯/২৪ এর আসামী সুরাবই গ্রামের মৃত জমির আলী ছেলে সৈয়দ মুমিন আলী(৪৩)।
গ্রেফতারের বিষয় নিশ্চিত করেন শায়েস্তাগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ দিলিপ কান্ত নাথ৷ তিনি বলেন আসামীকে হবিগঞ্জ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়
নিউজ রুমঃ News.dainikparibarton@gmail.com অথবা News@dainikparibarton.com
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com