সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৫:১১ পূর্বাহ্ন
মোঃ সিরাজুল ইসলাম
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৫ উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৪ ডিসেম্বর রবিবার উপজেলা সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম।
সভায় মহান মুক্তিযুদ্ধের চূড়ান্ত পর্যায়ে জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ, দেশ গঠনে তাঁদের অবদান এবং তাঁদের আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার গুরুত্ব তুলে ধরা হয়। বক্তারা আরও বলেন, শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করা মানে জাতির ইতিহাস ও চেতনাকে নতুন করে ধারণ করা। রূপগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয় এবং তাঁদের আত্মত্যাগ থেকে শিক্ষা নিয়ে একটি ন্যায়ভিত্তিক, উন্নত ও মানবিক বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশন (ভূমি) মুহাম্মদ মারজানুল রহমান, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেনসহ উপজেলা বিভিন্ন দফতরের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।###
তাং- ১৪-১২-২০২৫ইং
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।