হাসান আলী সোহেল নাটোর প্রতিনিধি:
নাটোরের লালপুরে অবৈধভাবে পুকুর খননে ভিডিও চিত্র ধারণ করায় সাংবাদিককে শ্বাসরোধে হত্যা চেষ্টার অভিযোগে মামলা দায়ের হয়েছে।বুধবার (৭জুন) মাটি ব্যবসায়ী মিনালসহ তিনজনের বিরুদ্ধে লালপুর আমলী আদালতে এ মামলা দায়ের করেন দৈনিক স্বাধীন দেশ পত্রিকার প্রতিনিধি ও বাংলাদেশ মানবাধিকার কমিশনের লালপুর শাখার নির্বাহী সদস্য ওমর ফারুক।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ওয়ালিয়া ইউনিয়নে নান্দ রায়পুরে অবৈধভাবে পুকুর খননে ভিডিও ধারণ করলে পুকুরের ঠিকাদার মিনালসহ কয়েকজন ওমর ফারুককে গালাগালি ও লাঞ্চিত করে।পরে সাংবাদিক ওমর ফারুক সহকারি কমিশনার (ভূমি) কে জানালে পরের দিন ওমর ফারুকের বাড়ি গিয়ে তাকে না পেয়ে তার পরিবারের লোকজনের কাছে ওমর ফারুককে মেরে ফেলার হুমকি ধামকি দেয়।গত ৪জুন সকাল ১১ টায় মিনাল,নাজিম জামাল এসে সাংবাদিক ওমর ফারুককে স্বাসরোধে হত্যার চেষ্টা করে। পরে ওমর ফারুক মাননীয় লালপুর আমলী আদালত, নাটোর। সি আর মামলা নং ১৮৫ /২০২৩ (লাল) ধারা ২০১০ সালের বালু মহাল ও মাটি ব্যাবস্থাপনায় আইনের ৪ ধারা তৎসহ দঃ বিঃ ৪৩১/৩০৭/৫০৬/৩২৩/৩৪ ধারা আইনে মামলা দায়ের করা হয়।
মামলার বিষয়টি নিশ্চিত করে বাদি পক্ষের আইনজীবী এডভোকেট আমিনুল ইসলাম বলেন, মামলার তদন্ত পিবিআই এসপি নাটোরে প্রদান করেন মাননীয় লালপুর আমলী আদালতের ম্যাজিস্টেট মোসলেম উদ্দিন।
নিউজ রুমঃ News.dainikparibarton@gmail.com অথবা News@dainikparibarton.com
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2025 dainikparibarton.com